West Bengal News: 'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়
Kolkata News Update: গোটা রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবর, দেখে নিন এক নজরে
অবশেষে খাচাবন্দি রয়্যাল বেঙ্গল। স্বস্তির নিঃশ্বাস ফেলল মৈপীঠ। বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ল বাঘ।
কালনার পিঠেপুলি উৎসবে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন। উপচে পড়া ভিড় সামলাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম বেশ কয়েকজন। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি আহত ৮ জন। কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে পিঠেপুলি উৎসব
সীমান্তে লাগাতার উস্কানির মধ্য়েই এবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠাল ইউনূস সরকার। যুগান্তর পত্রিকা সূত্রে খবর, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা, জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেই বার্তা দিতেই ভারতীয় হাই কমিশনারকে ডাকা হয়েছে। উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন, বৈঠকের পর মন্তব্য় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার।
দুলাল সরকার খুনের তদন্তে দেরি নিয়ে এবার প্রশ্নের মুখে পড়তে হল তৃণমূল নেতাদেরকেই। অভিযুক্তের বাড়ির সামনে কেন পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? প্রশ্ন তুললেন নিহত দুলাল সরকারের অনুগামীরা। মালদার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হল জয়প্রকাশ মজুমদারকে।
'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়। মেদিনীপুর মেডিক্যাল থেকে ৩ প্রসূতিকে SSKM-এ আনা
ব্যান করার পরও গঙ্গাসাগর মেলায় অভিযুক্ত সংস্থার 'বিষাক্ত' স্যালাইন! গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন! মেদিনীপুরে মেডিক্যালে প্রসূতি মৃত্যুর পরেও অস্থায়ী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 'বিষাক্ত' স্যালাইন। নিষেধাজ্ঞার পরও কীভাবে গঙ্গাসাগরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন?
বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমীর দাস। স্থানীয়দের দাবি, বছর খানেক আগে মুদিখানা খোলেন সমীর
দোকানের একপাশে ফোটোকপির মেশিন। মুদিখানার থেকেও সমীরের ফোটোকপির ব্যবসারই রমরমা ছিল। ভিড় লেগেই থাকত, খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন সমীর। স্থানীয়দের দাবি, এর পাশাপাশি, ফ্ল্যাট- বাড়িভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও বন্দোবস্ত করে দিতেন সমীর?
মুর্শিদাবাদের সুতিতে অবৈধভাবে আধার ও প্যান কার্ড তৈরির চক্রের হদিশ। আইডি হ্যাক করে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল আধার ও প্যান কার্ড তৈরির কাজ। গ্রেফতার ৩, ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে আধার কার্ড তৈরির মেশিন, উদ্ধার বেশ কিছু আধার ও প্যান কার্ডও। ধৃতদের নাম মনোজ কুমার মণ্ডল, ইসমাইল শেখ, আকবর আলি। ধৃতদের মধ্যে রয়েছে ১ জন ব্যাঙ্ককর্মীও। ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত, জিজ্ঞাসাবাদ করে জানতে চায় পুলিশ
মৈপীঠে ফের বাঘের আতঙ্ক। পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক। কিশোরীমোহনপুরে জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল। চরম আতঙ্কে গ্রামবাসীরা, এলাকায় বন দফতরের কর্মীরা। কয়েকদিন আগে মাকড়ি নদী সাঁতরে মৈপীঠে ঢুকে পড়ে বাঘ। ৮ জানুয়ারি আজমলমারির জঙ্গলে ফিরে যায় বাঘ। ৪ দিনের মধ্যেই ফের মৈপীঠে বাঘের আতঙ্ক।
এবার ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির বাঁশপাহাড়ির মানিয়াডির জঙ্গলে বাঘের আতঙ্ক। জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশ দিয়ে চলে যায় বাঘ, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা
খড়গপুরে IIT-তে ফের ছাত্রের রহস্যমৃত্যু। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার কসবার বাসিন্দা শাওন মল্লিকের ঝুলন্ত দেহ। গতকাল রাতে মায়ের সঙ্গে শেষবার কথা শাওন মল্লিকের। সকাল থেকে ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছন ছাত্রের মা-বাবা। হস্টেলের ঘরের দরজা ভেঙে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, শেষ হল ডায়ালিসিস। ৩ প্রসূতির শারীরিক অবস্থা খতিয়ে দেখে স্থানান্তর করা হবে। কলকাতায় আনার সিদ্ধান্ত নিলেও এখনও স্থানান্তর করা যায়নি । ৩ প্রসূতির মধ্যে ১ প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। ৩ প্রসূতিকে গ্রিন করিডর করে আনা হবে SSKM-এ।
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। প্রাথমিক তদন্তে অনুমান স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির। কাল জমা পড়বে তদন্ত রিপোর্ট। মেদিনীপুর মেডিক্যালে দীর্ঘদিন বাক্সবন্দি হয়ে পড়েছিল স্যালাইন। রাসায়নিক বিক্রিয়ায় দিকেই ইঙ্গিত তদন্ত কমিটির। রহস্যভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে করা হবে বায়োপসি।
কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। কিন্তু দহগ্রাম অঙ্গারপোতা গ্রামের ভৌগলিক অবস্থান ভারতীয় ভূখণ্ডে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই দুটি গ্রামকে জুড়তে ’৯২ সালে চালু করা হয় তিন বিঘা করিডর। মেখলিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এখানে খোলা সীমান্তের সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সব কিছু অবাধে পাচার হয়। ঢুকে পড়ে দুষ্কৃতীরাও। বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। BSF-এর পক্ষে। কাঁটাতারহীন বিশাল সীমান্ত এলাকায় নজরদারি চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন গ্রামবাসীরা। দ্রুত এই এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।
সীমান্তে উস্কানির মধ্যেই ফের হুঙ্কার বিশ্বাসঘাতক বাংলাদেশের। ইতিহাস ভুলে ফের ভারতকে হুঙ্কার ইউনূস সরকারের।হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা। চুক্তি বাতিলের ঘোষণা বাংলাদেশর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর। ওপারের প্রত্যক্ষ উস্কানি, তারও সীমান্তে অস্থিরতা নিয়ে ভারতকে দোষারোপ। ভারতের বিরুদ্ধে উল্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ
সীমান্তে লাগাতার বাংলাদেশের উস্কানি, তার মধ্যেই এবার ভারতীয় হাইকমিশনারকে তলব। মালদা থেকে কোচবিহার, বারবার সীমান্তে কাঁটাতার তৈরিতে বাধা BGB-র। সীমান্তে চাপানউতোরের মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব। বাংলাদেশের বিদেশমন্ত্রকে গেলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর । 'কোনও বিরূপ ঘটনা যেন না ঘটে, তা নিয়ে ভারতীয় হাইকমিশনারকে বার্তা। BGB ও বাংলাদেশি নাগরিকদের বাধায় কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত', ভারতকে বিঁধতে গিয়ে সীমান্তে উস্কানির কথা স্বীকার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টার। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর।
প্রেক্ষাপট
কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩ প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। গ্রিন করিডোর করে লাইফ সাপোর্ট দিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৩ প্রসূতিকে। মেদিনীপুর মেডিক্যালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ২ প্রসূতিকে, আইসিসিইউ-এ রাখা হয়েছিল ১ প্রসূতিকে। প্রসূতিদের অসুস্থতার কারণ। রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটির। স্যালাইন ব্যবহারের পর প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, খবর স্বাস্থ্যভবন সূত্রে। ভেঙে যাচ্ছে রক্ত কণিকা, প্রসূতিদের শরীরে অক্সিজেনের পরিমাণও কমেছে, খবর স্বাস্থ্যভবন সূত্রে। 'কিডনিতে সংক্রমণ দেখা দেওয়ায় ৩ প্রসূতির ডায়ালিসিস করা হয়। স্যালাইন রহস্যভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হয়। খতিয়ে দেখা হচ্ছে, প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইঞ্জেকশন ও রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের মধ্যে যোগসূত্র রয়েছে কি না', মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনগুলি দীর্ঘদিন বাক্সবন্দী হয়ে থাকায় কোনও রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কি না, তাও দেখা হচ্ছে।
মেদিনীপুর হাসপাতালে স্যালাইনকাণ্ডে আজও বিক্ষোভে ডিওয়াইএফআই। সুপারের অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান। বিক্ষোভের পর সুপারের অফিসে তালা লাগিয়ে দিলেন বাম ছাত্র-যুব কর্মীরা হাসপাতালের বাইরে প্রতিবাদে বিজেপি। স্যালাইনকাণ্ডে ED তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর।
অন্যদিকে, ভুল চিকিৎসায় রোগীমৃত্যু, সিউড়িতে বিক্ষোভ, উত্তেজনা। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি মৃতের পরিবারের। বন্ধ্য়াত্বকরণের পর অসুস্থ হয়ে রোগীর মৃত্যু। পরিবারের অভিযোগ, সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু হয়। রোগীকে দেওয়া স্যালাইন সরিয়ে ফেলার অভিযোগ পরিবারের। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন হাসপাতালের সুপার।
অন্যদিকে, সীমান্তে লাগাতার বাংলাদেশের উস্কানি, তার মধ্যেই এবার ভারতীয় হাইকমিশনারকে তলব। মালদা থেকে কোচবিহার, বারবার সীমান্তে কাঁটাতার তৈরিতে বাধা BGB-র। সীমান্তে চাপানউতোরের মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব। বাংলাদেশের বিদেশমন্ত্রকে গেলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর । 'কোনও বিরূপ ঘটনা যেন না ঘটে, তা নিয়ে ভারতীয় হাইকমিশনারকে বার্তা। BGB ও বাংলাদেশি নাগরিকদের বাধায় কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত। ভারতকে বিঁধতে গিয়ে সীমান্তে উস্কানির কথা স্বীকার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টার। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর।
আরও পড়ুন: Game Changer: শ্যুটিং হওয়ার পরেও বাদ পড়ল 'গেম চেঞ্জার'-এর দৃশ্য! এমন কী ছিল তাতে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -