কলকাতা: ২ মাসে পড়ল DA-আন্দোলন। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীকে গণ ই-মেলের কর্মসূচির পর, এবার অভিনব উপায়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। DA-বঞ্চনার অভিযোগে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা খাতে ৩৬ টাকা করে পাঠাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১ এপ্রিল থেকে চালু হবে এই কর্মসূচি। এর জন্য TR-7 ফর্ম পূরণের আবেদনও জানিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। এদিকে, গতকাল রাষ্ট্রপতিকে গণ ই-মেলের পর, আজ মুখ্যমন্ত্রীকে গণ ই-মেল পাঠানোর কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কাল থেকে সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ চালু করে DA-আন্দোলন গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী মাসে দিল্লির যন্তর-মন্তরে ধর্না কর্মসূচির পাশাপাশি, DA-আন্দোলনকারীরা এই বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন।
একদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক বদলির অভিযোগ। আরেকদিকে, কেন্দ্রীয় সরকারের সার্কুলারকে কর্মী বিরোধী আখ্যা দিয়ে একযোগে আন্দোলনে নামতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ ও বামপন্থী যৌথ মঞ্চ। রবিবার সন্ধেয় শহিদ মিনার চত্বরে ডিএ আন্দোলনের মঞ্চে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন ২১ জুলাই কমিটি-সহ বেশ কয়েকটি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ। ঠিক হয়েছে, মঙ্গলবার একযোগে আন্দোলনে নামবে দুই সংগঠন। কালো ব্যাজ পরে মিছিল হাঁটবেন আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বুধবার রেড রোডে ধর্নায় বসছেন তৃণমূলনেত্রী। ওই দিনেই শহিদ মিনারে অভিষেকের সমাবেশ। এবার পাল্টা চাপ তৈরি করতে ময়দানে নেমে পড়ল বিজেপি। একদিন আগে, অর্থাৎ, মঙ্গলবার বিজেপির কিষাণ মোর্চার ডাকে কলকাতা চলো অভিযান। বুধবার তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রের প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে শ্য়ামবাজারে ধর্নায় বসছেন বিজেপি নেতারা।
আবহাওয়া দফতর বলছে, মঙ্গল-বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। র্থাৎ প্য়াচপ্য়াচে গরম থেকে কিছুটা রেহাই। ন্তু তাই বলে, রাজ্য রাজনীতির উত্তাপ এতটুকুও কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ২৮ ও ২৯ মার্চ অর্থাৎ মঙ্গল, বুধ দু-দিনই কলকাতায় শাসক ও বিরোধী পক্ষের একাধিক হাইভোল্টেজ কর্মসূচি রয়েছে! ধবার মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে অম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেদিনই শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশে বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ই শহিদ মিনারেই ৫৯ দিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার তারাও ফের কর্মবিরতির পরিকল্পনা করছে। এদিকে, শাসক দলের ওপর চাপ বাড়াতে বুধবারই শ্য়ামবাজারে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি।
সূত্রের খবর, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে, তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগে, বুধবার শ্য়ামবাজারে ধর্না কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। হারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সামনে বাঁধা হবে মঞ্চ। সূত্রের খবর, কর্মসূচিতে হাজির থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য় বিজেপির শীর্ষ নেতারা। র আগে, মঙ্গলবার বিজেপির কিষাণ মোর্চার 'কলকাতা চলো অভিযান' রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে, কৃষকদের ওপর তৃণমূল সরকারের বঞ্চনার অভিযোগে, বিভিন্ন জেলা থেকে কলকাতা চলো অভিযান কর্মসূচি পালন করবে কিষাণ মোর্চা।
অন্যদিকে বুধবার শহিদ মিনারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সভার জোরকদমে চলছে তার প্রস্তুতি। দিনই DA-র আন্দোলন মঞ্চে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। র এসবের মধ্যে মঙ্গলবার সন্ধেয় প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বাংলার বিজেপি সাংসদরা।