বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর (Kharagpur) টাউন থানার অন্তর্গত গোল বাজার এলাকায় পুলিশ টহল দেওয়ার সময় চার জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। সেই সময় পুলিশ তাদের তাড়া করে চার জনকে গ্রেফতার করে। এবং তাঁদের কাছে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, একটি গুলি, দুটো মুখোশ সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।


এছাড়াও গত ২ মে খড়্গপুরের সুভাষপল্লী এলাকায় এক ব্যবসায়ীর ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাতে টাউন থানার পুলিশ  গোকুলপুর থেকে সেখ মুস্তাফা নামে এক জনকে গ্রেফতার করে তার কাছে একটি স্প্রে উদ্ধার হয়। আজ ধৃতদের খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে।


গত বুধবার রাতে একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকার সাই মন্দিরের পিছনে। তার কিছুক্ষণের মধ্যেই ওল্ড সেটেলমেন্ট এলাকায় একই কায়দায় আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।


কী অভিযোগ?
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্টের সাই মন্দির এলাকা। বুধবার রাতে ওই এলাকারই বাসিন্দা এক মহিলা বাড়ির সামনেই গোলবাজার থেকে কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন। তিনি স্কুটার চালিয়ে ফিরছিলেন। তাঁর অভিযোগ, বাড়ির গেটের বাইরে স্কুটার রেখে দরজা খুলতে গেলে হঠাৎই পিছন থেকে একটি বাইক আসে। বাইকে দুই দুষ্কৃতী বসেছিল। বাইকের পিছনে বসা দুষ্কৃতী তাঁর গলার হার ছিনতাই করতে যায় বলে দাবি। তা দেখামাত্র তখনই বাধা দেন ওই মহিলা। অভিযোগ, ছিনতাইয়ে বাধা দিতেই মহিলার মুখে এক ঘুঁষি মারে ওই ছিনতাইবাজ। পাল্টা ওই মহিলা ওই ছিনতাইবাজের কলার ধরে টানাটানি শুরু করেন। সেই সময়েই কোনওভাবে ওই মহিলার জামা ছিঁড়ে যায়। গলার হার বাঁচাতে গেলে দুষ্কৃতী তাঁর সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। সেই সময়ে চেনের অর্ধেক অংশ মহিলার হাতেই রয়ে যায়। এরপর বাইকে বসে ওই দুই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনার পর ঠিক একটু দূরে ওল্ড সেটেলমেন্ট এলাকায় অটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে ওই মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।