কলকাতা: নিট পরীক্ষায় (NEET) দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার। SUC-র ছাত্র সংগঠন AIDSO-র বিক্ষোভ। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতেই বাধা দেয় পুুলিশ। AIDSO সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজনকে টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।  


নিটে দুর্নীতির অভিযোগ: গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA। দেখা যায়, পরীক্ষার্থীদের ৬৭ জন ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে তাঁদের মধ্যে ৬ জন একই কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন। এই ফল নিয়ে শুরু থেকেই দেখা দেয় বিতর্ক। পরে জানা যায়, প্রশ্নপত্র ও সময় জনিত সমস্যার কারণে ২৩টি পরীক্ষাকেন্দ্রের ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিভিন্ন মহল। পাশাপাশি, অভিযোগ ওঠে, পরীক্ষায় নকল করা ও প্রশ্নপত্র ফাঁসেরও। ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার এজলাসে মামলাল শুনানিতে NTA জানায়-  গ্রেস মার্কস পাওয়া ১ হাজার ৫৬৩ জনের পরীক্ষা বাতিল করা হোক। ওই সব পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসতে হবে। নতুন করে পরীক্ষা হবে ২৩ জুন, ফল প্রকাশিত হবে ৩০ জুন।


NEET-এ এই দুর্নীতির অভিযোগে সরব হয়েছে একাধিক ছাত্র সংগঠন। এর আগে বিক্ষোভ দেখায় SFI। আর এদিন সল্টলেকে করুণাময়ী ও বিকাশ ভবনের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করে AIDSO। আর বিক্ষোভ দেখাতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। স্লোগান দেওয়া শুরু করলেই করুণাময়ী থেকে একে একে বিক্ষোভকারীদের আটক করা শুরু করে পুলিশ। সংশ্লিষ্টরা বিনা অনুমতিতেই বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে খবর। 


NTA-র সুপারিশ মেনে সুপ্রিম কোর্ট বাড়তি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়। বৃহস্পতিবারই ওই সব পরীক্ষার্থীকে ই-মেল করে বিষয়টি জানিয়ে দিতে নির্দেশ দেওয়া হয় NTA-কে। আদালত স্পষ্ট করে দেয়, গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীরা কেউ চাইলে নতুন পরীক্ষায় নাও বসতে পারেন। সেক্ষেত্রে তাঁদের প্রাপ্ত নম্বর থেকে গ্রেস মার্কস বাদ দিয়ে, র‍্যাঙ্কিং হবে। পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, গোটা পরীক্ষা বাতিল করা ঠিক হবে না।  ২০২৪-এর কাউন্সেলিং চলবে, আদালত তা বন্ধ করবে না। তাই কারও ভয় পাওয়ার কোনও কারণ নেই।  নিটের কাউন্সেলিং শুরু হবে আগামী ৬ জুলাই। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি ৮ জুলাই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Howrah News: ডোমজুড়ে ডাকাতির দুদিন পার, এখনও অধরা দুষ্কৃতীরা