অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বিহারের ছট পুজার জন্য সারাদেশের সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলেও থাকছে ৪৮ টি বিশেষ স্পেশাল ট্রেন। যার মধ্যে ২২টি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনেও। বিহার নির্বাচনকে সামনে রেখেই বিহারবাসীকে খুশি করার উদ্যোগ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
বুধবার আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে এই বার্তা দিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ম্যানেজার দেবেন্দ্র সিং। তিনি জানান, বিহারের ছট-পুজায় যাত্রীদের সুবিধার্তে সারাদেশে রেলওয়ের তরফে ১২ হাজারের বেশি ট্রেনের বিশেষ ব্যাবস্থা করা হয়েছে। ট্রেনের সংখ্যা বাড়ায় তার পরিসেবা স্বাভাবিক রাখতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। রেলের এই উদ্যোগে সামিল হয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলও প্রায় ৪৮ টি ট্রেন চালাচ্ছে। যার মধ্যে ২২ টি স্পেশাল ট্রেনের স্টপেজ আলিপুরদুয়ার ডিভিশনেও দেওয়া হয়েছে বলে জানান আলিপুরদুয়ার ডিভিশনের ম্যানেজার দেবেন্দ্র সিং।
আর এই বিষয়ে নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের বিধায়ক তথা বিধানসভার পিএসি কমেটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জানিয়েছেন, যেহেতু বিহারের নির্বাচন সামনে, বিহারবাসীকে খুশি করতে হবে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম আগে তো হয়নি, সবটাই রাজনীতির খেলা চলছে। পৃথিবীর শ্রেষ্ট দূর্গাপুজোয় এমন উদ্যোগ দেখা যায়না। বিহারের ছট পুজার জন্য ১২ হাজার ট্রেন, এটা অবাক করে দেয়।
কাকদ্বীপে কালীমূর্তি ভাঙা ঘিরে তুমুল উত্তেজনা
মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগরে এক কালীমন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে । বুধবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় । এলাকাবাসীরা জড়ো হয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন । পুলিশ এসে ভাঙা কালী প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না বলে খবর। বরং সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। ভাঙা কালীমূর্তি নিয়ে জাতীয় সড়কের ওপর বিক্ষোভকারীরা হাজির হন । দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে রাখেন।
পুলিশের তরফ থেকে পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয় । সেখানে লেখা হয়, 'বুধবার সকালে একটি মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায় । তদন্ত শুরু হলেও, স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয় । জাতীয় সড়ক অবরোধ করে, মূর্তির বিসর্জনে বাধা দেওয়া হয়। বিক্ষোভকারীদের সরাতে ন্যূনতম বলপ্রয়োগ করে পুলিশ । সেই সময়ই পুলিশের উপর পাথর বৃষ্টি করে বিক্ষোভকারীরা । এরপরেই মূর্তির বিসর্জনের ব্যবস্থা করে পুলিশ । অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, কাউকে ছাড়া হবে না ।' এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী, দাবি রাজ্য পুলিশের।