প্রকাশ সিনহা, কলকাতা: চেতলায় ব্যবসায়ীর (Chetla Businessman Money Recovery) অফিস থেকে বাজেয়াপ্ত ৫৮ লক্ষ টাকা। ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের অফিসে ২ দিন ধরে আয়কর তল্লাশি চলে। ভোটের মুখে কেন এতো টাকা অফিসে রাখা? আয়কর আধিকারিকদের এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি ব্যবসায়ী,সূত্রের খবর এমনই। টাকা উদ্ধারের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে, জানা গিয়েছে সে খবর। 


বিশদ...
এদিন সকালে আয়কর দফতরের আধিকারিকদের তল্লাশি শেষ হয়। সূত্রের খবর, যখন এই বিপুল অঙ্কের নগদ টাকা অফিসে রাখা নিয়ে সংস্থার মালিক ও কর্মীদের প্রশ্ন করা হয়, তার কোনও সন্তোষজনক উত্তর তাঁরা দিতে পারেননি। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। তবে এই টাকার উৎস কী, কোন উদ্দেশ্যে তা সংস্থার অফিসে রাখা হয়েছিল, কী ভাবে তা কাজে লাগানো হত, সবটাই খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা। ভোটের মুখে এত বিপুল অঙ্কের টাকা উদ্ধার হওয়ায় সেটিকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। সপ্তাহদুয়েক আগে খাস কলকাতাতেই আরও একটি টাকা উদ্ধারের ঘটনা ঘটে। সে দিন পোস্তা. বউবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ৩ জনের কাছ থেকে নগদ ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে পোস্তার ২ জনের কাছ থেকে নগদ মোট ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় বলে খবর। আর বউবাজারে ১ জনের কাছ থেকেই উদ্ধার হয়েছিল ৩০ লক্ষ টাকা। কিন্তু এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিল তারা? সদুত্তর মেলেনি। তার পরেই গ্রেফতারি। তবে নির্বাচনের মুখে যে এমন ঘটনা শুধু কলকাতাতেই ঘটছে তা নয়। চলতি মাসের গোড়ার দিকে নদিয়াতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যায়।


নদিয়ার টাকা উদ্ধার...
পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো সেদিনও নাকা চেকিং চলছিল নদিয়ার গাংনাপুর বাজার এলাকায়। বিকেলের দিকে, সেখানকার চৌরাস্তা মোড়ে নাকা চেকিং-এর সময় রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশে যাওয়া এক মোটর বাইক চালকেকে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। ওই মোটরবাইকে থাকা নাইলনের একটি ব্যাগ থেকেই ৩৭ লক্ষ টাকা উদ্ধার হয় বলে জানায় পুলিশ। বাইকের চালককে গ্রেফতারও করা হয়। বাজেয়াপ্ত করা হয় একটি মোবাইল এবং মোটর বাইকটি। সেই তালিকাতেই আজকের সংযোজন।


আরও পড়ুন:'গোপনীয়তার অধিকার ভঙ্গ..', দেবাংশুর বিরুদ্ধে কমিশনে BJP প্রার্থী রেখা পাত্র