সুমন ঘড়াই, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আজ SIR-এর দিন ঘোষণার আগে, রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন IAS-এর বদলি। বদলি করা হল ৫ জন WBCS আধিকারিককে। অন্যত্র বদলি করা হল ১০ জন জেলাশাসককে। একইসঙ্গে বদলি করা হল বেশ কয়েকজন ADM ও SDO-কে। প্রশাসনের দাবি রুটিন বদলি। ভোটের দিকে তাকিয়েই এই বদলি, মনে করছে আধিকারিক মহল।
আরও পড়ুন, '২০০২-এর ভোটার লিস্টে নাম নেই', সেই পরিবারের সদস্য পেয়েছেন BLO-র দায়িত্ব ! গুরুতর অভিযোগ নদিয়ায়
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট ৬৪ জন IAS-এর বদলি করা হয়েছে। সঙ্গে ৫ জন ডব্লুবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। SIR ঘোষণা করার আগে রাজ্য সরকার এই বদলিটা করল। তার কারণ যে সমস্ত অফিসারেরা, তিন বছরের বেশি, বিভিন্ন পদে রয়েছে, সেই সমস্ত পদে বদলি করা দরকার। নাহলে ইলেকশন কমিশন সরিয়ে দেয়। ইলেকশম কমিশনের নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি কোনও অফিসারদের দিয়ে, নির্বাচনের কাজ করানো হয় না। এসআইআর ঘোষণা করার আগেই, এই বদলি নিয়ে বিভিন্ন মহলে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন। SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। SIR-এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দেখা দিতেই, চড়েছে রাজনীতির পারদ। SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। এই আবহে, এ রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে SIR.কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। সূত্রের খবর, সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ। রবিবারের বিজ্ঞপ্তি দিয়ে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫-য় দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR. আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। পশ্চিমঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যে SIR চালুর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনতো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।