By Election 2023 Live: কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় উপনির্বাচন ধূপগুড়িতে

Dhupguri By Poll 2023 Live: পঞ্চায়েতের হিংসার আতঙ্ক নিয়েই আজ ধূপগুড়িতে উপনির্বাচন।

ABP Ananda Last Updated: 05 Sep 2023 05:08 PM
Dhupguri By Poll News Live: একনজরে ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচন

২৪-এর লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক ও বিরোধীদের কাছে আজকের ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন ক্লাস টেস্ট। পাহাড় লাগোয়া ধূপগুড়ি বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। এর মধ্যেই ভোটের দু’দিন আগে রবিবার প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায় যোগ দেন বিজেপিতে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক। এবার ধূপগুড়ি বিধানসভার রাশ কার হাতে যাবে, তা জানা যাবে ৮ সেপ্টেম্বর। নির্বাচন চলাকালীন ধূপগুড়ি উপনির্বাচনের বিজেপি প্রার্থীকে আইনের পাঠ শেখান জলপাইগুড়ির অ্যাডিশনাল পুলিশ সুপার। এদিন বৈরাটিগুড়ি হাইস্কুলে পুলিশ কর্তার সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী তাপসী রায়। সংবাদ মাধ্যমে খবর দেখে ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 

Dhupguri By Election News Live: বিকেল ৩টে পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৩.৪৫%

বিকেল ৩টে পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৩.৪৫%

Dhupguri By Poll News Live:  ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ৯ ঘণ্টা পার

 ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ৯ ঘণ্টা পার। এদিন ধূপগুড়িতে ভোটগ্রহণ  চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের এই বিধানসভায়।

Dhupguri By Election News Live: দুপুর ১ অবধি ৫১.১২ শতাংশ ভোট পড়ল ধূপগুড়িতে

দুপুর ১ অবধি ৫১.১২ শতাংশ ভোট পড়ল ধূপগুড়িতে

Dhupguri By Poll News Live: বিধিভঙ্গের অভিযোগ BJP প্রার্থী তাপসী রায়ের

জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়। বুথের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশের বিরুদ্ধে স্লিপের ইস্যুতে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তাপসী রায় (BJP Candidate Tapasi Roy)। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী। একাধিক জায়গায় বুথের ২০০ মিটারের মধ্যে পুলিশকে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তবে শেষ অবধি পাওয়া খবরে,  বিজেপি প্রার্থী তাপসী রায়ের অনুরোধে বুথের দরজা থেকে সরে দাঁড়াল পুলিশ (Police)।

Dhupguri By Election News Live: ধূপগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ BJP-র

ধূপগুড়িতে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি। 'বুথের দরজায় দাঁড়িয়ে কেন ভোটারদের স্লিপ দেখছিলেন রাজ্য পুলিশ কনস্টেবল? পুলিশ কনস্টেবলের এই ভূমিকার তীব্র আপত্তি জানান বিজেপি প্রার্থী তাপসী রায়। কমিশনের গাইড লাইডলাইন অনুযায়ী, রাজ্য পুলিশ শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণ করবে, পরিচয়পত্র যাচাই করবে না। এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার যে ব্যবহার করলেন, তা অত্যন্ত আপত্তিকর। বিজেপি প্রার্থীর সঙ্গে একজন পুলিশ অফিসারের এই আচরণ অত্যন্ত বেমানান। অবিলম্বে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে ডিউটি থেকে সরিয়ে জেলার বাইরে পাঠানো হোক', অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি বিজেপির

Kerala Puthuppally Assembly By Polls News Live: পুথুপল্লী বিধানসভা উপনির্বাচনে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী

কেরলের পুথুপল্লী বিধানসভা উপনির্বাচনে ভোট দিতে এলেন এবার কংগ্রেস প্রার্থী। 





Dhupguri By Poll News Live: ধূপগুড়ি উপনির্বাচনের সাড়ে ৫ ঘণ্টা পার

দেখতে দেখতে সাড়ে ৫ ঘণ্টা পার। এদিন নির্দিষ্ট সময় মেনেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের এই বিধানসভায়। 

Uttarakhand Bageshwar Assembly By Polls News Live: বাগেশ্বরে চলছে ভোটগ্রহণ পর্ব

কড়া নিরাপত্তার মধ্যে  উত্তরাখণ্ডের বাগেশ্বরে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে চলছে ভোটগ্রহণ পর্ব। 





Dhupguri By Election News Live: বহিরাগতদের আটকাতে কড়া নিয়ম ধূপগুড়ি ভোটগ্রহণ কেন্দ্রে


পঞ্চায়েত ভোটের অশান্তির স্মৃতিকে পিছনে ফেলে এবার ধূপগুড়ি। বিধানসভা উপনির্বাচনে অন্য ছবি। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। ধূপগুড়ি বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে দেখা গেল তেমনই ছবি। গেটে কেন্দ্রীয় বাহিনীর পাহারা, বহিরাগতদের আটকাতে ২ জন করে ভোটারকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

Dhupguri By Poll News Live: ধূপগুড়ির বিজেপি প্রার্থীকে আইনের পাঠ দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়। একেবারে বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ দিতে দেখা যায় রাজ্য পুলিশকে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায় (BJP Candidate Tapasi Roy)।  যদিও পরে ধূপগুড়ির বিজেপি প্রার্থীকে এ নিয়ে আইনের পাঠ দেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াদেন ভুটিয়া।

Dhupguri By Election News Live: সাড়ে ৩ ঘণ্টা পার, ভোটগ্রহণ চলছে ধূপগুড়িতে

বছর পেরোলেই লোকসভা নির্বাচন। আর তার আগে ধূপগুড়িতে রাজনৈতিক দলগুলির লিটমাস পরীক্ষা। কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ?  জানা যাবে ৮ সেপ্টেম্বর। 





Dhupguri By Poll News Live: সকাল ৯ অবধি ধূপগুড়িতে ভোট পড়েছে ১৭ শতাংশ

 সকাল ৯ পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৭ শতাংশ।

Dhupguri By Election News Live: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থী তাপসী রায়ের

জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়, বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ দিতে দেখা যায় রাজ্য পুলিশকে, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়

Tripura Boxanagar Assembly By Polls News Live: কড়া নিরাপত্তার মধ্যে আজ উপনির্বাচন হচ্ছে ত্রিপুরাতেও

 কড়া নিরাপত্তার মধ্যে আজ উপনির্বাচন হচ্ছে ত্রিপুরার সিপাহিজলা জেলার ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুটি বিধানসভায় সরাসরি লড়াই হচ্ছে সিপিএম ও বিজেপির। ইন্ডিয়া জোটকে গুরুত্ব দিয়ে ত্রিপুরার দুটি আসনে প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন জানিয়েছে কংগ্রেস। প্রার্থী দেয়নি ত্রিপুরার বিরোধী দল তিপ্রা মোথাও। তারা কোনও দলকেই সমর্থন করছে না বলে জানিয়েছে।  

Dhupguri By Election News Live:এই কেন্দ্রে প্রার্থী কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়

আজ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। 

Jharkhand Dumri Assembly By Polls News Live: ঝাড়খণ্ডের ডুমরিতে চলছে ভোটগ্রহণ

 ঝাড়খণ্ডের ডুমরিতে আজ উপনির্বাচন। ৩৪৭ নং বুথ চলছে ভোটগ্রহণ।





Dhupguri By Poll News Live: ধূপগুড়িতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

ধূপগুড়িতে চলছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ। মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট।





Puthupally Assembly By Polls News Live: কেরলের পুথুপল্লীতেও চলছে উপনির্বাচন

কেরলের পুথুপল্লীতেও জোরকদমে এগিয়ে চলছে উপনির্বাচন।





Dhupguri By Election News Live: ধূপগুড়িতে শুরু হল বিধানসভার উপনির্বাচন

নির্দিষ্ট সময় মেনেই ধূপগুড়িতে শুরু হল বিধানসভার উপনির্বাচন (Dhupguri By Election)। এদিন ভোর থেকেই লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। তবে ভোট শুরুর কিছুটা পরেই একটি বুথে মেশিন খারাপ হওয়ার খবর এসেছে। যার জেরে ওই বুথে ভোটগ্রহণ কিছু থমকে রয়েছে।তবে শেষঅবধি পাওয়া খবরে, কোনও বুথ থেকেই অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। 

7 Assembly By Election: ৬ রাজ্য়, ৭ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন

৬ রাজ্য় উত্তরপ্রদেশ (ঘোসি),পশ্চিমবঙ্গ (ধূপগুড়ি), ত্রিপুরা (ধনপুর, বক্সনগর), কেরল (পুথুপল্লী), উত্তরাখণ্ড (বাগেশ্বর), ঝাড়খণ্ড (ডুমরি)- ৭ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন।

Dhupguri By Poll News Live: উপনির্বাচনের আগের রাতে ধূপগুড়িতে উত্তেজনা

উপনির্বাচনের আগের রাতে ধূপগুড়িতে উত্তেজনা। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বাগযুদ্ধে জড়ান এলাকার বিজেপি কর্মীরা। ভোটের আগের রাতে বিরোধী রাজনৈতিক দলগুলির পতাকা, ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হয় গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পতাকা লাগালেও কীভাবে তৃণমূলকে ছাড়? সেই বিষয়েও প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি।

Dhupguri By Election News Live: সকাল ৭টায় শুরু ভোটগ্রহণ

 


আজ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। সকাল ৭টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। 

Dhupguri By Poll News Live: সম্মুখ সমরে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী


  ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। সম্মুখ সমরে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। আসন ধরে রাখতে মরিয়া বিজেপি, জয়ের সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেসও। ভালো ফলের আশায় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীও। পঞ্চায়েত নির্বাচনের আতঙ্কের মধ্যেই ভোটকর্মীরা যাচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রে। 


 

Dhupguri By Election News Live: ভোট দেবেন আড়াই লক্ষেরও বেশি ভোটার

ভোট দেবেন আড়াই লক্ষেরও বেশি ভোটার। ভোট শুরুর আগেই সন্ত্রাস আতঙ্কে ভুগছেন ভোটকর্মীদের একাংশ।

Dhupguri By Poll News Live: আজ ধূপগুড়িতে উপনির্বাচন

আজ ধূপগুড়িতে উপনির্বাচন। মূলত ২০২১ সালের জয়ী প্রার্থী বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আজ ধূপগুড়িতে উপনির্বাচন।

প্রেক্ষাপট

কলকাতা: পঞ্চায়েতের হিংসার (Election Violence) আতঙ্ক নিয়েই আজ ধূপগুড়িতে উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও, উদ্বেগে ভোটার থেকে ভোটকর্মীরা। 


আজ উত্তরপ্রদেশ-সহ (Uttarpradesh)  ৬ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইন্ডিয়া জোট গঠনের পর প্রথম পরীক্ষা যোগী রাজ্যে। ত্রিপুরায় জোট গড়ে আসন ধরে রাখার লড়াইয়ে সিপিএম। 


উপনির্বাচনের (By Election) আগের রাতে ধূপগুড়িতে (Dhupguri) উত্তেজনা। বিজেপির (BJP) পতাকা খুলে দেওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে। ফ্লেক্স খুলতে গেলে বচসা। বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন কমিশনের কর্মীরা। 


উপসমিতি গঠন ঘিরেও অশান্ত ভাঙড়ের কাশীপুর (Kasipur)। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। ৭টি পঞ্চায়েতের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি। থাকছে কলকাতা পুলিশ। 


ময়নায় বিজেপি নেতা খুন, সময়ে চার্জশিট না দেওয়ায় ৩ অভিযুক্তের জামিন। অসৎ উদ্দেশ্য পুলিশের, কেন অন্য সংস্থাকে তদন্ত, তার নিদর্শন, মন্তব্য বিচারপতির। 


লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি, ফের আক্রমণে মমতা।


কুন্তলের চিঠি-মামলায় রায় স্থগিতের সিবিআইয়ের আর্জি খারিজ। হয় ১৬দিনের মধ্যে রিপোর্ট, নয় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। না হলে দেখে নেওয়ার কড়া বার্তা বিচারকের। 


প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলে বাড়ল স্থগিতাদেশ। মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।


সোনারপুরে সমবায়ের কোটি কোটি টাকা লুঠের অভিযোগ। অপসারিত দুর্নীতিতে অভিযুক্ত স্পেশাল অফিসার। আপাতত দায়িত্বে ৩ আধিকারিক। 


৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং লোকসভা ভোটের জন্য় কেন্দ্রীয় কমিটি গড়ল কংগ্রেস। খড়্গের নেতত্বাধীন ১৬ সদস্যের কমিটিতে রয়েছেন সনিয়া, রাহুল, অধীর। 


কসবার স্কুলে ৫ তলা থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। টার্গেট করে মানসিক চাপ, মারধর করে মেরে ফেলার অভিযোগ পরিবারের। প্রিন্সিপাল সহ ৩ জনের বিরুদ্ধে FIR। খুনের ধারায় মামলা।


বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র‍্যাগিংয়ের শিকার ছাত্রের পরিবার। নবান্নে গিয়ে সাক্ষাৎ। 


রাজভবনের বিজ্ঞপ্তির পাল্টা চাপ এবার সরকারের। রাজভবনের চিঠির ভিত্তিতে কোনও কাজ নয়, বিধির উল্লেখ করে বিশ্ববিদ্যালয়গুলিকে নোটিস। 


অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই এবার রবীন্দ্রভারতীর পাশাপাশি প্রেসিডেন্সিরও উপাচার্য। 


বকেয়া ডিএ-র দাবিতে ২২১দিনে সরকারি কর্মীদের আন্দোলন। চাপ বাড়াতে ফের ১০, ১১ অক্টোবর কর্মবিরতির ডাক। 


এক দেশ এক ভোটের প্রস্তাব কেন্দ্রের, বিরোধীদের আপত্তির মধ্যেই ভিন্নসুর প্রশান্ত কিশোরের। 


মেয়রের প্রশ্নের মুখে প়ড়ার পর জল-যন্ত্রণা নিয়ে পুরকর্মীদের ঘাড়ে দায় ঠেললেন তারক সিংহ। বিভাগীয় কাজে সমন্বয়ের অভাব। দাবি মেয়র পারিষদের। পুরসভার ডিজির রিপোর্ট তলব।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.