কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল পর্যন্ত করছেন তাঁরা। চাকরিপ্রার্থীদের দুর্দশা বোঝাতে খড়ের কাঠামোকে খাটে চড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা। সরকার তাঁদের ন্যায্য দাবিতে কর্ণপাত করছে না, তা বোঝাতে একজনকে কুম্ভকর্ণ সাজানো হয়। হকের চাকরির দাবিতে ৭২৫ দিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থান করছেন চাকরিপ্রার্থীরা। এবার তাঁদের একাংশ রাজপথে মিছিলে হেঁটে নিয়োগের দাবি জানালেন।
আন্তর্জাতিক নারী দিবস। চতুর্দিক যখন নারীর ক্ষমতায়ণের বিজ্ঞাপনে ছেয়ে গেছে, তখন রাজপথে দণ্ডি কাটলেন মহিলারা। তাও হকের চাকরির দাবিতে। ফাল্গুনের দুপুরের তপ্ত রাস্তা ভিজল তাঁদের চোখের জলে। সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে, বুধবার পথে নামেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা।
শিয়ালদা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে, কেউ কাটলেন দণ্ডি রাস্তায়, কেউ দিলেন হামাগুড়ি। আরেকজন আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলছেন, আমাদের আর দাঁড়ানোর ক্ষমতা নেই। প্রতিবাদ স্বরূপ প্রত্য়েকেরই পরণে ছিল কালো পোশাক। প্রতীকী প্রতিবাদে একজনকে কুম্ভকর্ণ সাজিয়ে, পিছনে প্ল্য়াকার্ডে লেখা হয় - কুম্ভকর্ণ সরকার, এবার তো জাগা দরকার!
কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, সেই প্রতীকী কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর চেষ্টাও করেন চাকরিপ্রার্থীরা! অন্য আরেকজন আন্দোলনকারী চাকরিপ্রার্থীর কথায় চাকরির অপেক্ষায় যাঁরা জীবনযুদ্ধে হার মেনেছেন, আত্মহত্য়ার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, তাঁদের কথা মনে করে এদিন প্রতীকী শবদেহ কাঁধে নিয়ে প্রতিবাদ দেখানো হয়। চাকরিপ্রার্থীদের আন্দোলনে সামিল হন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারীরাও।
বকেয়া ডিএর দাবিতে বসা এক আন্দোলনকারী আূার বলছেন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা তো আজকে আমাদের লজ্জার দিন। আমাদের দ্বিতীয় দাবিই হচ্ছে স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগ। মুখ্যমন্ত্রী আবোলতাবোল বলছেন। সাদা রঙে রাস্তায় লেখা হয়, সাদা খাতা জমা দিয়ে চাকরি। লজ্জা।
২০১৬-র SLST নবম-দ্বাদশের চাকরিপ্রার্থীদের পাশাপাশি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি প্রার্থীরাও। আন্তর্জাতিক নারী দিবসে অবস্থানের সামনের সারিতে ছিলেন নারীরা...মুখে মুখে স্লোগান ওঠে...'চাইনা লক্ষীর ভান্ডার, চাই চাকরি'। আন্দোলনকারী চাকরিপ্রার্থী বুলু বিশ্বাসের কথায়, যে নারীরা রাস্তায় বসে আছে, তাঁদের চাকরি পাওয়ার অধিকার আছে। আমাদের মুখ্যমন্ত্রীও একজন নারী, তাঁর কাছে আমাদের আবেদন। সবমিলিয়ে আন্দোলন, বিক্ষোভ আর স্লোগানে এদিনও দিনভর সরগরম রইল শহরের রাজপথ। মাতঙ্গিনী হাজরার পাদদেশে লাগাতার ২০০দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।