ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কেকে (KK)-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে (Nazrul Manch) যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার (Lalbazar)। 


কী বলা হয়েছে নির্দেশিকায়? 


ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। নিশ্চিত করতে হবে যাতে, কোনওভাবেই অডিটোরিয়ামের আসন সংখ্যার থেকে পাসের সংখ্যা বেসি না হয়। একটি পাসে একজনই ঢুকতে পারবেন। অনুষ্ঠানস্থলে রাখতে হবে অ্যাম্বুল্যান্স। সেইসঙ্গে রাখতে হবে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী।


লালবাজারের তরফে  জানানো হয়েছে, এই সব বিধি মানলে তবেই মিলবে কলেজ ফেস্ট করার ছাড়পত্র।                


প্রসঙ্গত, অডিটোরিয়ামে আসন যত, তার প্রায় ৩ গুণ বেশি দর্শক! যার জেরে মঙ্গলবার কেকের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় নজরুল মঞ্চে। পরিস্থিতি এমন ছিল যে, পাস পরীক্ষা করার উপায় পর্যন্ত ছিল না! সেদিন অনুষ্ঠানে উপস্থিত এমন অনেকেই এই অভিযোগ করেছেন। পুলিশি নিরাপত্তায় খামতির কথাও বলছেন অনেকে।


আরও পড়ুন, কে কে-এর অনুষ্ঠানে খরচ প্রায় ২৫ লক্ষ টাকা! অর্থের উৎস নিয়ে বিতর্ক!


ইতিমধ্যেই সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুর তদন্তে সিসি ক্যামেরার ফুটেজে নজর রেখেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে গ্র্যান্ড হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। 


প্রেক্ষাপট


প্রসঙ্গত, মঙ্গলবার কনসার্ট সেরে রাত ৯টা ১০-এ হোটেলে ফেরেন কে কে। সূত্রের খবর, লিফটে ওঠার আগে কয়েকজন অনুরাগীর সঙ্গে সেলফিও তোলেন। লিফটে ঢুকেই অসুস্থ হয়ে পড়েন কে কে, ঝুঁকে যায় মাথা। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে। টেবিলে মাথা ঠুকে যায়। ছোটাছুটি শুরু করেন কে কে-র ম্যানেজার। ছুটে আসেন হোটেলকর্মীরা, খবর দেওয়া হয় চিকিৎসককে। সূত্রের খবর, অ্যাম্বুল্যান্স না থাকায় হোটেলের গাড়িতেই কে কে-কে নিয়ে যাওয়া হয় CMRI-তে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।