রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে ফের পথদুর্ঘটনার শিকার এক সরকারি বাস। জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সরকারি বাসটি। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত বহু যাত্রী। আহত যাত্রীদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার সকালে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি। স্থানীয় সূত্রে জানা গেছে যে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে একটি এনবিএসটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিয়েই উল্টে যায় নয়ানজুলিতে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা বেশ কিছু যাত্রী। দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন কোতোয়ালি থানার পুলিশ। আহতদের সেখান থেকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কোতোয়ালি থানার পুলিশ।
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ওই রাস্তায় প্রবল বৃষ্টির কারণেই হঠাৎ উল্টে যায় সরকারি বাসটি। উল্টে যাওয়ার সময় সরকারি বাসে বেশ কিছু যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজন ছুটে এসেই বাসযাত্রীদের উদ্ধারকার্যে হাত লাগান।
কিছুদিন আগেই বৃষ্টির জেরে পথদুর্ঘটার সাক্ষী থেকেছে বোলপুরও। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়ে বোলপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করে সকলকে। অভিযোগ ওঠে বোলপুর লাভপুর রাস্তার উপর কঙ্কালীতলা মন্দিরের কাছে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ হয়। আসানসোল শিলিগুড়ি রাস্তার সিউড়ি দিকে রাস্তার যানজট থাকার জন্য লাভপুর বোলপুর হয়ে ফিরছিল বাসটি। শিলিগুড়ি থেকে ফেরার পথে কঙ্কালীতলা রাস্তার ওপরে দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় ওই রাস্তায় বোলপুর থেকে আসা একটি লরি প্রবল গতিতে ধেয়ে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারে।