সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ওড়িশার বালেশ্বরে (Balasore) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৩৩। আহতের সংখ্যা বাড়ছে। এরই মাঝে শনিবার (Saturday) ভোরে বাবুঘাটে (Babughat) এসে পৌঁছলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বেশ কিছু যাত্রী।
বালেশ্বর থেকে বাবুঘাটে পৌঁছলেন একাধিক যাত্রী
হাওড়া, কলকাতা এলাকার একাধিক বাসিন্দার কাছে দুঃস্বপ্নের সন্ধ্যা। শুক্রবার যখন করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তখন তাঁরা ছিলেন ট্রেনের ভিতরেই। দিশেহারা তখন তাঁরা। কোথায় যাবেন, কী করবেন, কিছুই বুঝতে পারছিলেন না তাঁরা। এরপর যা হোক করে তাঁরা এসে পৌঁছন বালেশ্বরে। সেখান থেকে বাস ধরে বাবুঘাটে এসে পৌঁছন একাধিক যাত্রী।
শনিবার ভোর সাড়ে ৪টে তখন। বাবুঘাটে এসে পৌঁছয় যাত্রী বোঝাই বাস। যাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত। তখনও সেই ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের কথা মনে করে শিউরে উঠছেন তাঁরা। দুর্ঘটনার পর যা হোক করে বালেশ্বরে পৌঁছে বাস ধরে বাবুঘাট আসেন তাঁরা, নিজেরাই বাস ভাড়া করে আসেন। কলকাতা পৌঁছেও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে সেই মুহূর্ত। কলকাতা পৌঁছে একাধিক আহত ভর্তি হন হাসপাতালে।
অন্যদিকে, শনিবার সকালেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি আগেই সেখানে পৌছন। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ' এটা একটা ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শুক্রবারই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে'।
গাইসাল থেকে জ্ঞানেশ্বরী কিংবা বনাঞ্চল এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা। গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছি আমরা। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ফিরছে সেই স্মৃতি। অন্যদিকে ডিএমকে ঘোষণা করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি জন্মশতবার্ষিকীর জন্য আজ রাজ্যে নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হল। বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিহতদেরর শোক জানাতে এই অনুষ্ঠানগুলি বাতিল করা হয়েছে।