কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের (Election commision) প্রতিনিধি দল। কলকাতায় এলেন ২ ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা। ২ ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওই বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসককে। জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে, খবর সূত্রের। ভোটার তালিকা প্রস্তুত, তালিকা সংশোধন, পরিচয় পত্র, ইভিএম-নিয়েও (EVM) আলোচনা হবে বৈঠকে।


সব ঠিক থাকলে সামনের বছরেই দেশে লোকসভা ভোট হতে চলেছে। সারা দেশে একাধিক দফায় ভাগ করে এই নির্বাচনে ভোটগ্রহণ হয়। এর জন্য প্রস্তুতিও অনেকটাই বড়। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়নি যে কবে নির্বাচন হবে। এই পরিস্থিতিতেই শুরু হয়ে গেল ভোটের প্রয়োজনীয় কাজ। 


ভোটার কার্ডে কোনও ভুল থাকলে বা ভোটার তালিকায় নতুন নাম ওঠানো, ঠিকানা বদলানোর জন্য নির্দিষ্ট পদ্ধতিতে ফর্ম জমা করতে হয়।  সেই মতো ভোটার পরিচয় পত্র (Voter ID) তৈরি করা তা বিলির মতো কাজ থাকে। এছাড়া, সংশোধিত ভোটার তালিকা (Voter List) প্রস্তুত করার কাজ থাকে। তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নানা দাবি-দাওয়া থাকে। এই কাজ বহু আগে থেকেই শুরু হয়ে যায়।


বাংলায় ভোট মানেই হিংসাপ্রবণ ভোট। এদিনের বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়ে থাকতে পারে। ফলে রাজ্যের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতিও বুঝে নিতে চেয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। পরে ভোটের আগে বা ভোটের দিন নিরাপত্তার ক্ষেত্রে কোনওকিছু পরিকল্পনা থাকতে পারে জাতীয় নির্বাচন কমিশনের।


বাংলায় ভোট হলেই বিরোধীদের দাবি থাকে কেন্দ্রীয় বাহিনীর (Central Force)। রাজ্যের কোন এলাকায় আইন-শৃঙ্খলার একটা সম্যক ধারণা থাকলে পরে কেন্দ্রীয় বাহিনী বা নিরাপত্তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।


এদিকে বিরোধীদের তৈরি I.N.D.I.A জোট ক্রমশ দানা পাকাচ্ছে। NDA-জোটও বৈঠকে বসছে। বিরোধীরা যেমন ঘুঁটি সাজাচ্ছে, তেমনই ভোট-লড়াইয়ের ছক সাজাচ্ছে বিজেপিও। ফলে ভোট ঘোষণা বহু আগে থেকেই লোকসভা নির্বাচনের জন্য প্রায় সবরকমের প্রস্তুতি শুরু করে ফেলেছে প্রায় সবকটি রাজনৈতিক দলই।  


আরও পড়ুন: দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে বাংলার জয়জয়কার, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পাচ্ছেন ৪ বাঙালি বিজ্ঞানী