রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: কান্দি ল কলেজ মোড়ে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি (Kandi) শহরের কান্দি ল কলেজ মোড়ে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল বৃহস্পতিবার সন্ধেয়। 


সূত্রের খবর, এদিন সন্ধে ৮ নাগাদ স্থানায় বাসিদা এবং ব্যবসায়ীরা লক্ষ্য করেন কান্দি ল কলেজ মোড় সংলগ্ন এলাকার ময়ূরাক্ষী নদীর চরে আগুন। তা লক্ষ্য করে সবাই দমকলে খবর দিলে কান্দি দমকল বাহিনীর ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কান্দি থানার পুলিশ ও কান্দি দমকল বাহিনী। তবে লোকালয়ের মোঝে কান্দি ল কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি হাসপাতালের পিছনে ময়ূরাক্ষী নদীর চরে আগুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। ঘটনাস্থলে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কান্দি মহকুমা পদাধিকারিক সাগর রানার ও কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তবে একটা চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।


রাজ্যের অন্য প্রান্তে কলকাতা ভরদুপুরে ভবানীপুরের ( Bhowanipore Fire) একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। দোতলা বাড়ির উপরের তলায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়াতেও শুরু করে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড় ধরনের অঘটন ঘটেনি। প্রাণহানির খবর মেলেনি। তবে আগুন নিভলেও, এখনও ধোঁয়া বেরোচ্ছে ওই বাড়ি থেকে।


ভবানীপুরে দোতলা বাড়িতে আগুন


কিছুদিন আগে কলকাতায় ভবানীপুরে একটি বাড়িতে আচমকা লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর ১২ট নাগাদ রূপচাঁদ মুখার্জি লেনের একটি বাড়ির ছাদে আচমকাই আগুন লাগে। সেই সময় বাড়ির ছাদে পুজো চলছিল। তাতে ব্যবহৃত মোমবাতির শিখা থেকেই আগুন ছড়ায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়াতেও শুরু করে। তবে মারাত্মক কিছু ঘটেনি। বাড়িল লোকজনকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়।