তুহিন অধিকারী, বিষ্ণুপুর: বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে (Bishnupur) নার্সিংহোমে আগুন। রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন। আগুনে আতঙ্কিত হয়ে তিনতলা থেকে ঝাঁপ রাঁধুনির। ঝাঁপ দেওয়ার ছবি ভাইরাল (Viral)। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকল কর্মীদের তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে।
বিষ্ণুপুরেনার্সিংহোমে আগুন: তিনতলা নার্সিংহোম। হঠাৎ সেখান থেকেই ঝাঁপ দিচ্ছেন এক মহিলা। যা দেখে কারণ বোঝা ওঠা তো দূর, কীভাবে মহিলাকে উদ্ধার তা ভেবেই কিনারা পাচ্ছেন না অন্য কর্মীরা। ঘটনা বিষ্ণুপুরের স্ট্যাচু মোড়ের। এদিন সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে রান্নাঘরে সিলিন্ডার ফেটে আগুন লাগে এদিন। সেই সময় রান্না ঘরেই ছিলেন রাঁধুনি। ঘটনা বেগতিক বুঝে তিনতলা থেকেই ঝাঁপ দেন রাঁধুনি। যদিও ঘটনায় আহত হওয়ার খবর নেই। ওই রাঁধুনি ঝাঁপ দিচ্ছেন বুঝেই তাঁকে ধরে ফেলেন নিচে দাঁড়িয়ে থাকা হাসপাতালে অন্য কর্মীরা।
গতকাল কান্দি ল কলেজ মোড়ে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি (Kandi) শহরের কান্দি ল কলেজ মোড়ে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল বৃহস্পতিবার সন্ধেয়। সূত্রের খবর, এদিন সন্ধে ৮ নাগাদ স্থানায় বাসিদা এবং ব্যবসায়ীরা লক্ষ্য করেন কান্দি ল কলেজ মোড় সংলগ্ন এলাকার ময়ূরাক্ষী নদীর চরে আগুন। তা লক্ষ্য করে সবাই দমকলে খবর দিলে কান্দি দমকল বাহিনীর ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কান্দি থানার পুলিশ ও কান্দি দমকল বাহিনী। তবে লোকালয়ের মোঝে কান্দি ল কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি হাসপাতালের পিছনে ময়ূরাক্ষী নদীর চরে আগুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। ঘটনাস্থলে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কান্দি মহকুমা পদাধিকারিক সাগর রানার ও কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তবে একটা চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
আরও পড়ুন: Sujan Chakraborty: "হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন'' মমতাকে চ্যালেঞ্জ সুজনের