সৌভিক মজুমদার, কলকাতা:  ডেঙ্গি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারী চিকিৎসকের আবেদনে উল্লেখ, অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল কমিশন গঠন করে নজরদারির ব্যবস্থা হোক। যত্রতত্র আবর্জনা ও জমা জল পরিষ্কারের নির্দেশ দিক আদালত। রক্ত পরীক্ষার জন্য মোবাইল ইউনিট চালু করার আবেদনও জানানো হয়েছে। মামলাকারী চিকিৎসকের অভিযোগ, রাজ্য ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ। পুরসভা ও পঞ্চায়েতগুলি কোনও কাজ করছে না। ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে সঠিক পরিসংখ্যান দিচ্ছে না রাজ্য, অভিযোগ মামলাকারীর। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।


ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি


কলকাতা থেকে জেলা, পুজোর আগে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি। বৃষ্টির জমা জলে বংশ বিস্তার করে ভয়ঙ্কর হয়ে উঠেছে মশার দল। ঘাতক ডেঙ্গি কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। ছারখার হয়ে যাচ্ছে একের পর এক সংসার।  এবার মুর্শিদাবাদে মৃত্য়ু হল ডেঙ্গি আক্রান্তের। সরকারি মতে, মৃতের সংখ্য়া ৩ থাকলেও, বেসরকারি মতে সংখ্য়াটা ৫০ পেরিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা উত্তর ২৪ পরগনাতেও। জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ১০ হাজার পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে, মঙ্গলবার, দমদম পুরসভার সামনে বিক্ষোভ দেখায় উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস। 


জনস্বার্থ মামলা দায়ের


পুরসভার সামনে মশারি টাঙিয়ে রাস্তায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা। এ দিকে, ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্য়ায়। প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। মামলাকারী চিকিৎসকের অভিযোগ, রাজ্য ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ। পুরসভা ও পঞ্চায়েতগুলি কোনও কাজ করছে না। ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে সঠিক পরিসংখ্যান দিচ্ছে না রাজ্য


মামলাকারী চিকিৎসক আবেদনে উল্লেখ করেছেন, অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল কমিশন গঠন করে নজরদারির ব্যবস্থা হোক। যত্রতত্র আবর্জনা ও জমা জল পরিষ্কারের নির্দেশ দিক আদালত। পাশাপাশি, রক্ত পরীক্ষার জন্য মোবাইল ইউনিট চালু করার আবেদনও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।