উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী, কলকাতা: আরও জোরাল চার্জশিট-সংঘাত। এবার নতুন তথ্য ট্যুইট করে, এনিয়ে সুর চড়ালেন কুণাল ঘোষ। তাঁকে পাল্টা জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতাও। দুর্নীতি ইস্যুতে তৃণমূল-বিজেপি টানাপোড়েনের পারদ সপ্তমে। বুধবার সেই আঁচ আরও বাড়িয়ে, নতুন তথ্য সামনে আনলেন কুণাল ঘোষ।


কী লিখেছেন: এদিন এই নথিগুলি ট্যুইট করে তিনি লেখেন, চার্জশিটের নামে বিজেপি কিছু বিকৃত তথ্য ছড়ানোর চেষ্টা করছে। স্রেফ কালি ছেটাতে ২ নম্বর প্রশ্ন সামনে আনা হচ্ছে, ৩ নম্বর প্রশ্ন চেপে দেওয়া হচ্ছে। গত ৪-৫ দিন ধরে এগুলো সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ছড়ানোর চেষ্টা করছে পেগাসাস। তাঁর উদ্দেশ্য স্পষ্ট। এবার আমি তাঁদের ৩ নম্বর প্রশ্ন উপহার দিচ্ছি। দয়া করে পড়বেন। এই ২ নম্বর ও ৩ নম্বর প্রশ্ন কী? কুণাল ঘোষ যে নথির ছবি ট্যুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে, ২ নম্বর প্রশ্নে লেখা- তুমি বারবার AB’র নাম নিয়েছো? A.B-এর ফুল ফর্ম কী? আর তুমি কেন A.B-এর নাম শোনার পরই সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে?কুণাল ঘোষের ট্যুইট করা নথিতে, এই ২ নম্বর প্রশ্নের উত্তরে লেখা রয়েছে- আমি বুঝতে পারতাম যে উনি বারবার A.B মানে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাইছেন। তাই আমি ভয় পেয়ে টাকা পাঠিয়ে দিতাম। কারণ বিনয় মিশ্র যা বলত, সবসময় সেটাই হত।






কুণাল ঘোষের ট্যুইট অভিযোগ: কয়লাকাণ্ডে প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে খুঁজছে সিবিআই। এই মামলায় তাঁর ভাই বিকাশ মিশ্র এবং বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করা হয়েছিল। কুণাল ঘোষের ট্যুইট করা নথিতেও, এই নামগুলোই উঠে এসেছে।কুণাল ঘোষ ট্যুইটে অভিযোগ, করেছেন, এই ২ নম্বর প্রশ্ন সামনে এনে, ৩ নম্বর প্রশ্ন চেপে দেওয়া হচ্ছে। তাঁর ট্যুইট করা নথিতে সেই ৩ নম্বর প্রশ্নও দেখা যাচ্ছে। সেখানে লেখা- তুমি কখনও A.B-এর সাথে ডিরেক্ট কথা বলেছো? বা বিনয় মিশ্র বা বিকাশ মিশ্র বা অশোক মিশ্রর মাধ্যমে তুমি A.B সাথে বা ওনার কোনও অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলেছো? 


কুণাল ঘোষের ট্যুইট করা নথিতে এই প্রশ্নের উত্তরে লেখা রয়েছে- আমি কোনওদিন A.B’র সাথে ডিরেক্ট কথা বলিনি বা কখনও ওনার সাথে যোগাযোগ হয়নি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, যে চার্জশিট শুভেন্দু দেখাচ্ছে, সেটা নীল কালিতে লেখা। চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছিল। সার্টিফায়েড কপি হলে জেরক্স কপি হবে। নীল কালি কীকরে? তদন্তকারী অফিসার শুভেন্দুকে পাঠিয়েছিলেন? আমরা তদন্ত দাবি করছি। এদেরও তদন্তে যুক্ত করতে হবে।


এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, হিম্মত থাকলে পুরো চারজশিট প্রকাশ করুন। আমি তো এরপর আরও আইপিএসদের নিয়ে মুখ খুলব। এই চার্জশিট পুরোটা সামনে এলে সরকার পড়ে যাবে। বাপের ব্যাটা হলে প্রকাশ করুন। অন্য়দিকে কুণাল ঘোষ বলছেন, পুরোটা প্রকাশ করলে তো ওকেই গ্রেফতার করতে হবে। দুর্নীতি-সহ নানা ইস্যুতে, কখনও নাম করে, কখনও নাম না করে, তৃণমূল-বিজেপির মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের ধারা চলছেই। এবার তাতে নতুন মাত্রা যোগ হল এই নতুন তথ্য ঘিরে।