রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাত সকালে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস (Privet Bus)। দুর্ঘটনায় জখম প্রায় ১০ জন যাত্রী। স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ যাত্রী বোঝাই বাসটি আমতলা (Amtala) থেকে বেলডাঙার (Beldanga) দিকে যাচ্ছিল। পথে বেলডাঙার কালীতলা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় বাসটি। দুর্ঘটনায় জখম হন প্রায় ১০ জন যাত্রী। এঁদের মধ্যে বেশ কয়েকজন কলেজ পড়ুয়াও রয়েছে। আহতদের মধ্যে দুজনকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও খালাশি পলাতক বলে খবর। বাসটি নওদা থেকে বেলডাঙা হয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।


কিছুদিন আগেই খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। গাড়ির ওপরে উল্টে গিয়েছিল লরি। খিদিরপুরের বাবুবাজারে উল্টে গিয়েছিল সার বোঝাই লরি। গাড়িতে আটকে ছিলেন বেশ কয়েকজন। কাটাপুকুরের দিক থেকে খিদিরপুরে আসার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করে সকলকে। গাড়িটির চালকের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। 


উল্লেখ্য, গত শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কলকাতা বন্দরের এলাকার মধ্যে পড়ে। শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পর রাত ১০টা পর্যন্ত সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা রাস্তাটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় কি না, উঠছে প্রশ্ন। এছাড়াও লরিটিতে নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার বোঝাই ছিল কি না, উঠছে সেই প্রশ্নও।


দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষ জন হুমড়ি খেয়ে পড়েছেন। গাড়ির জানলা দিয়ে একটি হাত বাইরে ঝুলতে দেখা যায়। ভিতরে আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বিকট শব্দে সারবোঝাই লরিটি গাড়ির উপর উল্টে পড়ে যায়। তার নিচে চাপা পড়ে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে সকলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসে দমকল, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। লরিটি ওভারলডেড ছিল বলেও অভিযোগ।