দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) বন্ধে হাইকোর্টে (Kolkata Highcourt) জনস্বার্থ মামলা (PIL) দায়ের। হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। ‘প্রায় ৩০ লক্ষের সমাগমে বাড়তে পারে করোনার সংক্রমণ' আর তাতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বলে খবর। চলতি সপ্তাহেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)  নিয়ে মামলার শুনানির সম্ভাবনা। 


৭ দিনে রাজ্যে প্রায় সাড়ে ১০ গুণ বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) । মকর সংক্রান্তির দিনই সবচেয়ে বেশি ভিড় হয়। গঙ্গাসাগরে আসা ৯০ শতাংশ পুণ্যার্থীই আসেন লোকাল ট্রেনে (Local Train)। এ বিষয়ে রেলের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন মুখ্যসচিব।


সোমবার থেকে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ১ হাজার ২৭ শতাংশ বা ১০ গুণেরও বেশি!সংক্রমণ রুখতে ১৫ জানুয়ারি পর্যন্ত ফের কড়া বিধিনিষেধ জারি করেছে নবান্ন। আর এই পরিস্থিতিতেই  ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিনই সবচেয়ে বেশি ভিড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


গত বছর করোনা আবহে গঙ্গাসাগর মেলার আয়োজন সেভাবে হয়নি। কাজেই এবছর আরও বেশি সংখ্যক তীর্থযাত্রী আসার আশঙ্কা করছে প্রশাসন। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিত্‍সকদের একাংশ। 


ইতিমধ্যেই গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রস্তুতি খতিয়ে দেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে যখন এই ছবি, তখন কলকাতার বাবুঘাটেও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষ। তৈরি হয়ে গিয়েছে প্যান্ডেল। আসতে শুরু করেছেন সাধুরা। 


গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও করোনার সংক্রমণ যেভাবে হু হু করে ছড়াচ্ছে, তাতে গঙ্গাসাগর মেলা আয়োজনের ক্ষেত্রে কোন পথে হাঁটবে রাজ্য সরকার?প্রশ্ন উঠছে, কারণ রবিবারই লোকাল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নবান্ন। 


বলা হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। এদিকে গঙ্গাসাগরে আসা ৯০ শতাংশ পুণ্যার্থীই আসেন প্রধানত লোকাল ট্রেনে। সেক্ষেত্রে কী বিশেষ কোনও ভাবনা-চিন্তা রয়েছে সরকারের? 
 
মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, ভাবনা চিন্তা চলছে, রেলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি গঙ্গাসাগর নিয়ে। গত বছর করোনা আবহেও বিজেপিশাসিত উত্তরপ্রদেশের হরিদ্বারে কুম্ভ মেলায় প্রায় ৭০ লক্ষ মানুষের সমাগম হয়!


আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে যা নিয়ে মোদি সরকারের সমালোচনাও করা হয়েছিল। আর এবার গঙ্গাসাগর মেলার আগে যখন এ রাজ্যে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, তখন এ নিয়ে রাজ্যের কোর্টেই বল ঠেলেছে বিজেপি।