ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে খেল এক যুবক। ঘটনাটি ঘটেছে মন্দারমনিতে (Mandarmoni)। সেখানে সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্যু হল বছর পঁচিশের এক পর্যটকের। এছাড়াও নিঁখোজ ১ জন। জানা গিয়েছে মৃতের নাম প্রীতম । 


ঠিক কী হয়েছিল?


জানা গিয়েছে যে, পাঁচ বন্ধু ও এক বান্ধবী মিলে সোমবার মন্দারমনি ঘুরতে গিয়েছিলেন প্রীতমরা। সেখানে পার্কিং রিসর্ট বলে একটি হোটেলে ওঠেন তাঁরা। এদিন সকালে স্নান করার জন্য সুমুদ্রে নেমেছিলেন সবাই। সূত্রের খবর, এদিন সকালে ১১টা নাগাদ সুমুদ্রে স্নান করতে নেমেছিলেন সবাই মিলে। কিন্তু উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে টাল সামলাতে পারেননি প্রীতম। সেখানে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যেই বান্ধবীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সবাই। জানা গিয়েছে তাঁর নাম বৃষ্টি জানা। তাঁর বয়স ১৮ বছর। তিনি এখনও নিঁখোজ। তাঁর খোঁজ চলছে। 


কিছুদিন আগে মৌসুনি দ্বীপে সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন এক যুবক


মন্দারমনির মতোই ঘটনা ঘটেছিল কিছুদিন আগে  বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মৌসুনি দ্বীপে (Mousuni Island) সমুদ্রের তলিয়ে গিয়েছিলেন এক যুবক। মৃতের নাম সন্দীপ সাউ (Sandip Sahu)। বয়স ২৪ । শুক্রবার সকালে তিন বন্ধুর সঙ্গে মৌসুনি দ্বীপে বেড়াতে যায় বিধান নগর থানা (Bidhannagar Police station Area) এলাকার তিন বন্ধু।


জলের টানে তলিয়ে যায় বিধান নগর থানা এলাকার সন্দীপ, কী করছিল বন্ধুরা ? 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুপুরে তিন বন্ধু সমুদ্রের জলে স্নান করতে নামে। কিছুক্ষণের মধ্যেই জলের টানে তলিয়ে যায় সন্দীপ। পরে অন্য দুই বন্ধুর চেঁচামেচিতে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করে সন্দীপকে। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ স্থানীয়দের উদ্যোগে নামখানার দাড়িগনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠেছে। মৌসুনি দ্বীপে পাড়ি দেওয়া ওই তিন বন্ধুর বাড়িতে কতটা জানতো তাঁদের এই ঘুরতে যাওয়া নিয়ে, কেন তাঁদের সঙ্গে কোনও বড় কেউ যায়নি, অভিভাবকের প্রতিক্রিয়াই বা কী, উঠে আসছে, এই প্রশ্ন। পাশাপাশি মৃত সন্দীপ সাউয়ের পরিবারের প্রতিক্রিয়ার উপর গোটা ঘটনাটার অনেকটাই দাঁড়িয়ে আছে। যদিও ময়নাতদন্ত হলেই এই ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে অনুমান করা হয়েছে।