সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে আম আদমি পার্টি। তাদের দাবি, সদস্য হতে চেয়ে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরাও যোগাযোগ করছেন। সিপিএম এই বিষয়টিকে আমল দিতে না চাইলেও, কংগ্রেসের অভিযোগ আপ বিজেপির বি-টিম। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সদস্য় সংগ্রহের কাজ শুরু আপের: আম আদমি পার্টির নজর এখন বাংলায়। এরাজ্যে সংগঠন বাড়াতে জেলায়-জেলায় সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে তারা। বাদ নেই পশ্চিম মেদিনীপুরও। অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে দাবি করা হয়েছে, জেলার প্রতিটি ব্লকে ৪-৫ জনের একটি গ্রুপ তৈরি করা হয়েছে। যাদের দায়িত্ব ওই এলাকার দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। পশ্চিম মেদিনীপুরের আম আদমি পার্টির সভাপতি সৌরভ ঘোষ বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাঁকে দলে নেওয়া হবে না।’’
যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, “যে কোনও রাজনৈতিক দল তাদের সংগঠন বিস্তারের কাজ করতেই পারে, এতে অস্বাভাবিকতা কিছু নেই।’’ কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায় বলেন, “এই সমস্ত হচ্ছে বিজেপির বি-টিম, কংগ্রেসকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক এই সমস্ত পাটি তৈরি হচ্ছে, এদের মদতদাতা হচ্ছে পিকের মাধ্যমে বিজেপি।’’
পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেন, “যেখানে যেখানে কংগ্রেস ছিল সেখানে সেখানে আপের উত্থান হয়েছে, কংগ্রেসের অস্তিত্ব নেই, নিজেদের দোষ ঢাকার জন্য বিজেপিকে দোষারোপ করছে।’’ তৃণমূলেরও দাবি, ভবিষ্যতে আরও গুরুত্বহীন হয়ে পড়বে কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “আপকে নিয়ে আমরা ভাবছি না, আর কংগ্রেস আগামীদিনে আরও অস্তিত্ব হারবে, তাই আগেভাগে অজুহাত দিচ্ছে।’’ সব মিলিয়ে আম আদমি পার্টির সদস্য সংগ্রহ অভিযান ঘিরে সরগরম পশ্চিম মেদিনীপুরের রাজনীতি।
আরও পড়ুন: Kunal Ghosh Update: কাশীপুরের কুম্ভীরাশ্রু সৌরভের বাড়িতে গিয়ে মুছলেন বিজেপি নেতৃত্ব! কটাক্ষ কুণালের