Abhijit Gangopadhyay News Live : বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Calcutta HC judge Abhijit Gangopadhyay resigns: এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
'ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এ যোগ দিইনি। কংগ্রেস একটি পারিবারিক জমিদারির দল, সেখানে যাওয়ার প্রশ্ন নেই।' মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
'কোন সিট থেকে আমি লড়াই করব, সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবে বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন, তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই। তাদের সিদ্ধান্ত যা হবে, সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। বিজেপির যে কর্মসূচি, তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব।' লোকসভা ভোটে লড়া নিয়ে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
'প্রথম কথা নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কী বলে ডাকে সব তৃণমূলের নেতারা তাঁকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তাঁর খুড়শ্বশুরের, তাঁকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনও স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ব্যবহার করে একটা চক্রান্ত করা হয়, বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই, রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন, সে চায় যে তাঁর বিভিন্ন যে সিনিয়র নেতা যাঁরা আছে, তাঁদের নামে একটা বদনাম রটিয়ে দিতে।' নাম না করে অভিষেককে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
'প্রথম কথা নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কী বলে ডাকে সব তৃণমূলের নেতারা তাঁকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তাঁর খুড়শ্বশুরের, তাঁকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনও স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ব্যবহার করে একটা চক্রান্ত করা হয়, বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই, রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন, সে চায় যে তাঁর বিভিন্ন যে সিনিয়র নেতা যাঁরা আছে, তাঁদের নামে একটা বদনাম রটিয়ে দিতে।' নাম না করে অভিষেককে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
'আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে । সেই কারণেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি'
ভিতরে ভিতরে ভাঙছে তৃণমূল। ছাব্বিশে টিকবে না তৃণমূল, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নাম না করে অভিষেককে তালপাতার সেপাই বলে কটাক্ষ।
'একজন তালপাতার সেপাই তৃণমূলের সিনিয়র নেতাদের বিপদে ফেলার জন্য এই চক্রান্ত করেছিল' , নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ', জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'রাজ্যের সব রিপোর্টই আমাদের কাছে আছে। কোনও গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজিপি', মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠকে কড়া বার্তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের
২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবছর অগাস্ট মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নিজের ইস্তফাপত্র ডাকযোগে পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে। আলাদা করে ইস্তফাপত্র প্রধান বিচারপতির কাছেও ইস্তফাপত্র জমা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নিজের ইস্তফাপত্র ডাকযোগে পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে। আলাদা করে ইস্তফাপত্র প্রধান বিচারপতির কাছেও ইস্তফাপত্র জমা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর
২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবছর অগাস্ট মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তবে তার আগেই স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্ত এবং সরাসরি কেন্দ্রের শাসক দলে যোগ দেওয়ার সম্ভাবনা! আর এবিপি আনন্দর এই খবর ঘিরে রাজনীতি এখন উত্তাল।
সকাল ৯টা ৫০ মিনিটে বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশে রওনা হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাড়ে ১০টা নাগাদ হাইকোর্টে পৌছন তিনি।
প্রেক্ষাপট
কলকাতা : সব মামলা থেকে অব্যাহতি নিয়েছেন সোমবারই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay News ) জানিয়েছেন, নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। মঙ্গলবার পূর্ব ঘোষণা মোতাবেকই, কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বড় অঘটন না ঘটলে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সূত্রের খবর, লোকসভা ভোটে তমলুকে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে এবিপি আনন্দের এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতি-সহ বিভিন্ন মহলে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন মামলায়, যাঁর বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য় রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে, তাঁরই বিচারপতি পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য সহ গোটা দেশে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -