Abhijit Gangopadhyay News Live : বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Calcutta HC judge Abhijit Gangopadhyay resigns: এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
ABP Ananda Last Updated: 05 Mar 2024 04:43 PM
প্রেক্ষাপট
কলকাতা : সব মামলা থেকে অব্যাহতি নিয়েছেন সোমবারই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay News ) জানিয়েছেন, নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। মঙ্গলবার পূর্ব ঘোষণা মোতাবেকই, কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে...More
কলকাতা : সব মামলা থেকে অব্যাহতি নিয়েছেন সোমবারই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay News ) জানিয়েছেন, নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। মঙ্গলবার পূর্ব ঘোষণা মোতাবেকই, কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বড় অঘটন না ঘটলে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সূত্রের খবর, লোকসভা ভোটে তমলুকে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে এবিপি আনন্দের এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতি-সহ বিভিন্ন মহলে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন মামলায়, যাঁর বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য় রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে, তাঁরই বিচারপতি পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য সহ গোটা দেশে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Abhijit Gangopadhyay News Live : 'ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এ যোগ দিইনি', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এ যোগ দিইনি। কংগ্রেস একটি পারিবারিক জমিদারির দল, সেখানে যাওয়ার প্রশ্ন নেই।' মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।