কলকাতা : 'আর জি কর কাণ্ডে যে যে শিল্পী মুখ্যমন্ত্রীকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন... তাঁদের বয়কট করুন।' গত সোমবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের এই বক্তব্য সম্প্রচারিত হয়।
এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ট্যুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন ?' বলে মন্তব্য করেন তিনি। অভিষেকের এই বক্তব্য ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে।


এনিয়ে এদিন অভিষেক বলেন, "যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতাও রয়েছে। এটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেননি। ট্যুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন ? আপনি কোথাও কোনও বিজ্ঞপ্তি দেখেছেন ? কোনও নোটিফিকেশন দেখেছেন ? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, তখন এবিষয় নিয়ে কোনও আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন ? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন ? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি ? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম, ১৪ অগাস্ট যাঁরা ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুন আর না করুক, আমি তাঁদের সাধুবাদ জানিয়েছিলাম। আমি আজও একই কথা বলছি। কারো ভালো লাগতে পারে। কারো খারাপ লাগতে পারে। এটাই বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য।" গত ৩০ ডিসেম্বর এনিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, "আরজি কর কাণ্ডে যে যে শিল্পী, যে যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন...  সরকারকে আক্রমণ করেছেন, তাঁদের বয়কট করুন।" 


আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। যার আঁচ এখনও আছে। প্রতিবাদে পথে নেমেছে নাগরিক সমাজ। সেই সময় সরব হন অনেক শিল্পীও। সেইসময় অনেকেই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান। সেই তালিকায় ছিলেন একাধিক শিল্পীও। যা নিয়ে সম্প্রতি সরব হন কুণাল। 


এদিকে আরজি কর কাণ্ডের পর কেটে গেছে সাড়ে ৪ মাসের বেশি সময়। ক্যালেন্ডারে পাল্টে গেছে একটা বছর। কিন্তু, আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের দাবি, তারা এখনও সেই তিমিরেই! বিচার এখনও মিলল না। যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।