সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) । ইডির ( ED ) দায়ের করা ইসিআইআরের ( ECIR )  ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তবে ইডির দায়ের করা ইসিআইআর খারিজের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদনে সাড়া দিল না আদালত।


এই মুহূর্তে ইসিআইআর খারিজ নয়, জানাল আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মামলার রায় দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।  

এদিন মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে রাখেন বিচারপতি। তিনি বলেন, এখনও পর্যন্ত ইডি যা যা অভিযোগ করেছে, তার উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করতে পেরেছে খুবই কম। ইডি মৌখিক ভাবে যা যা দাবি করে এসেছে, তার কোনও প্রামাণ্য নথি ইডি দিতে পারেনি। একমাত্র সুজয় কৃষ্ণ ভদ্রর বয়ান ছাড়া আর কোনও তথ্যপ্রমাণ ছাড়া তেমন কোনও প্রমাণ দিতে পারেনি ইডি। তাছাড়া সেই প্রমাণও কতটা গ্রহণযোগ্য তা নিয়েও কিছু সংশয় আছে। তাই এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি। 


গত কয়েকদিন ধরে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানি শেষে শুক্রবার বিচারপতি জানান,  ইডির ( ED ) দায়ের করা ইসিআইআরের ( ECIR )  ভিত্তিতে এখন কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।


ইতিমধ্যেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১২ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি তাঁর কাছে তখন জানতে চাওয়া হয়,  লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে বর্তমানে আপনার সম্পর্ক কী?  আপনার কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের দায়িত্ব থেকে অব্য়াহতি নেওয়ার কোনও নথি রয়েছে?  লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকেই এস ডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্য়াকাউন্টে ঢোকার অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবিষয়ে কী জানেন, তাও জানতে চাওয়া হয়?  তাপস মণ্ডল জানিয়েছেন, কুন্তল ঘোষের কাছ থেকে তিনি জানতে পেরেছেন,  মানিক ভট্টাচার্যের অফিসে সুজয়কৃষ্ণ ভদ্র আপনার বার্তা নিয়ে যেতেন। এ বিষয়ে আপনি কী বলবেন?  


যদিও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, সময় নষ্ট অশ্বডিম্ব প্রসব হয়েছে !