বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার জন্য কোনও চাঁদা তোলা যাবে না। আজ হলদিয়ার (Haldia) প্রস্তুতি বৈঠকে দলীয় নেতা-কর্মীদের এই স্পষ্ট বার্তা দিল তৃণমূল (TMC) নেতৃত্ব। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।                                                                                               

  


এইচডিএ-এর প্রাক্তন তৃণমূল বিধায়ক ও চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, "সম্মেলনে কোনও চাঁদা তোলা যাবে না। বুঝতে পারছেন। সম্মেলনে কোনও টাকা তোলা যাবে না।ঠিক আছে, কানে কানেও তোলা যাবে না, হাতে হাতে তো তোলা যাবেই না।


কবে সমাবেশ?                                                         


২৭ এবং ২৮ মে হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র তমলুক ও কাঁথি সংগঠনিক জেলার সম্মেলন। ২৭ তারিখ সম্মেলন। ২৮ তারিখ হবে প্রকাশ্য সমাবেশ। এখানেই প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে, তুঙ্গে উঠেছে চাঁদা-বিতর্ক!


আরও পড়ুন, অনলাইন পরীক্ষার দাবি, বোলপুরের কলেজে অধ্যক্ষ-সহ শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও পড়ুয়াদের


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য কোনও চাঁদা তোলা যাবে না, মঙ্গলবার হলদিয়ার প্রস্তুতি বৈঠকে দলীয় নেতা-কর্মীদের এ’কথা স্পষ্ট জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।


বিজেপির কটাক্ষ


এ’নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। চলতি বছরের জানুয়ারি মাসে, হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার করা হয় INTTUC’র তৎকালীন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি এবং INTTUC’র হলদিয়ার বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে।


এই প্রেক্ষাপটে, তৃণমূল নেতৃত্বের চাঁদা না নেওয়ার বার্তা নতুন করে বিতর্ক তৈরি করল।