কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও রুমা পাল, কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এ বার ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির (Ek Daake Abhishek) ডাকের সূচনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওই কর্মসূচির আওতায় ডায়মন্ড হারবারের হেল্পলাইন নম্বর ধূপগুড়িতেও ঘোষণা করলেন অভিষেক। কোনও সমস্যা হলে, কোনও অভিযোগ থাকলে, ওই নম্বরে ফোন করে জানানোর কথা বলেন তিনি।


পঞ্চায়েত নির্বাচনের আগে তৎপর অভিষেক


২০২১-এর বিধানসভা নির্বাচনের ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়েছিল। সেই ধাঁচেই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি অভিযোগ জানানোর মতোই, অভিষেকের কাছেও সমস্যা-অভিযোগ জানানোর যাবে ওই নম্বরে ফোন করে। 


পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে জনসংযোগের পরিধি বাড়াতেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের  বাইরেও ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি শুরু করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কোচবিহার, আলিপুরদুয়ার  এবং জলপাইগুড়ি, উত্তরের এই তিন জেলায় হেল্পলাইন নম্বর চালু করেছেন অভিষেক।


আরও পড়ুন: Abhishek Banerjee: 'দাদা-দিদির পা ধরে লাভ নেই, গ্রহণযোগ্যতার নিরিখে টিকিট', পঞ্চায়েত নির্বাচনের আগে সাফ বার্তা অভিষেকের


হেল্পলাইন নম্বর চালু করে অভিষেক বলেন, "বিদ্যুৎ ছিল না, বলেছিল। এক দিনে সমস্যা মিটিয়েছি। এই নম্বরটা আমি ডায়মন্ড হারবারের জন্য শুরু করেছিলাম। আজ এই মঞ্চ থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির জন্য নম্বর দিয়ে যাচ্ছি। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। নম্বর লিখুন, ৭৮৮৭৭ ৭৮৮৭৭, সকাল ৯’টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে। নিজের পরিচয় জানাতে না চাইলেও অসুবিধা নেই।"


সক্রিয়তা দেখাচ্ছে বিরোধীরাও


তবে বিরোধীরাও পিছিয়ে নেই। জনসংযোগ বাড়াতে সম্প্রতি সিপিএম ‘পাহাড়ায় পাবলিক’ কর্মসূচি নিয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির কর্মসূচি ছিল ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’। পঞ্চায়েত নির্বাচনের আগে মন জয়ের চেষ্টায় এখন থেকেই সব দল উঠেপড়ে লেগেছে।