গুজরাতে ( Gujrat ) মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা অমিত শাহর ( Amit Shah )। এই নিয়ে ট্যুইটে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ‘অমিত শাহ গুজরাতের বিজেপি পদপ্রার্থীর নাম ঘোষণা করছেন, নীরব পুতুল নাড্ডা। দলে যাদের গণতান্ত্রিক নীতি নেই, তাদের নিশ্চয় দেশের গণতন্ত্রে কোনও বিশ্বাস থাকবে না’ ট্যুইটারে খোঁচা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিজয় রূপানিকে সরিয়ে ভূপেন্দ্র পটেল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে। এবারও ভোটে লড়ছেন ভূপেন্দ্র পটেল ঘাটলোডিয়া আসন থেকেই ৷ যদিও প্রথমে শোনা গিয়েছিল, এবারের নির্বাচনে লড়বেন না ভূপেন্দ্র । তবে তিনি লড়ছেন। গুজরাতে পরপর সাতবার ক্ষমতায় আসে বিজেপি। সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। এবার যদি বিজেপিই ক্ষমতায় ফেরে তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে কে ! নির্বাচনের আগে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, 'বিজেপি যদি এই ভোগে জনমত পায়, তবে ভূপেন্দ্র পটেলই গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন৷'
কী হবে এবারের ভোটে? কোন ইস্যু প্রভাব ফেলবে ভোটে? ম্যাজিক ফিগার ঝুলিতে ভরে কারা বসবে গুজরাত প্রশাসনের স্টিয়ারিং-এ? গুজরাত বিধানসভায় মোট আসন 182। ম্যাজিক ফিগার 92। C Voter-এর জনমত সমীক্ষা অনুযায়ী, এবারও উঠতে পারে গেরুয়া ঝড়! টানা ষষ্ঠবাবের জন্য ক্ষমতায় আসতে পারে বিজেপি। বিজেপি পেতে পারে 131 থেকে 139টি আসন। কংগ্রেস পেতে পারে 31 থেকে 39টি, প্রথমবার ভোটে লড়া আম আদমি পার্টির ঝুলিতে যেতে পারে 7 থেকে 15টি আসন। অন্য দল পেতে পারে অন্তত ২টি।
চলতি মাসের শুরুতে C Voter-এর জনমত সমীক্ষা অনুযায়ী, ২০১৭-র বিধানসভা ভোটের তুলনায় আসন বাড়তে পারে বিজেপির, কমতে পারে কংগ্রেসের। ২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাতে ৯৯টি আসনে জিতে টানা পঞ্চম বারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি। এবার তা বেড়ে হতে পারে 131 থেকে 139টি । অন্যদিকে, ১৭ সালে ৭৭টি আসনে জিতে চমকে দিয়েছিল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী, এবার তা কমতে পারে অনেকটাই।
এত গেল সম্ভাব্য প্রাপ্ত আসনের হিসেব। সম্ভাব্য প্রাপ্ত ভোটের হারের দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে?
C Voter-এর জনমত সমীক্ষায় অনুযায়ী, বিজেপি পেতে পারে 45% ভোট, ২০১৭ সালে এই হার ছিল 49%। গত বিধানসভা নির্বাচনে যেখানে কংগ্রেস পেয়েছিল 41% ভোট, সেখানে এবার পেতে পারে 29%।
আম আদমি পার্টি পেতে পারে 20% এবং অন্যান্য দল পেতে পারে 6% ভোট। গত বিধানসভা নির্বাচনে তাদের ঝুলিতে ছিল 10% ভোট, আগামী ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশের সঙ্গেই ফল ঘোষণা গুজরাতের।