কৃষ্ণেন্দু অধিকারী, দিনহাটা : আজ থেকে শুরু হল কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা'। প্রথমদিনে মন্দিরে পুজো দিয়ে  অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন জনসংযোগ। বার্তা দিলেন, ' আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বক্তৃতার আগাগোড়া সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে । 
অভিষেক আজ বলেন, ' আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। সরাসরি আপনাদের কাছে জানার জন্যই আজ আমরা আবার এসেছি'। 



'কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'


দিনহাটার মঞ্চ থেকে অভিষেকের আবেদন , 'আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বললেন, ' মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।' ফের একবার অভিষেকের মুখে শোনা গেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। দলনেত্রী যে অভিযোগ বারবার করে এসেছেন, সেই সুরেই সুর মিলিয়ে অভিষেক বললেন, ' ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেজন্যই পঞ্চায়েতে ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন'



'আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন'


পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিচ্ছে তৃণমূল। অভিষেকের জনসংযোগ যাত্রায় গোপন ব্য়ালটে ভোটাভুটির মাধ্য়মে ঠিক হবে, পঞ্চায়েত ভোটে কারা তৃণমূলের প্রতীকে লড়বেন। সেই কথা জনসভা থেকে ফের একবার মনে করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, ' প্রার্থী বেছে নেওযার অধিকার আপনাদের। ... আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন।  মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে'। তিনি বললেন, ' ৫ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন ।  পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন আপনারা ঠিক করবেন'। 

'আপনার মতামত সম্পূর্ণ গোপন'


পঞ্চায়েত ভোটের প্রার্থী খুঁজতেও, এবার গ্রাম চষে বেড়াতে শুরু করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অধীনে জনসংযোগ যাত্রা এবং গ্রাম বাংলার মমতামত নামে দুটি কর্মসূচি ঘোষণা করেন তিনি।  এর মধ্য়ে গ্রাম বাংলার মতামত কর্মসূচিটি মূলত তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী খোঁজার জন্য়।  যেখানে গোপন ব্য়ালটে ভোটের মাধ্য়মে বেছে নেওয়া হবে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী। একথা মনে করিয়ে অভিষেক বললেন, ' তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়তে চায়। গোপন ব্যালটে ভোট দিয়ে নির্বাচন করুন। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই নির্বাচন হবে'। 'ব্যালটের মাধ্যমে ভোট দিতে না পারলে ফোন করেও জানানো যাবে প্রার্থীর নাম।  আপনার মতামত সম্পূর্ণ গোপন থাকবে'। 


'পেটের খাবারের দাবিতে ভোট দেবেন'


লোকসভা নির্বাচনে  কোচবিহার লোকসভা আসন হাতছাড়া হয় তৃণমূলের! ২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহার জেলায় ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় বিজেপি। দুটিতে জেতে তৃণমূল। সেই প্রেক্ষিতে অভিষেক এদিন বলেন, ' মোদির প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ২০১৯ সালে মানুষ বিজেপি-কে ভোট দিয়েছিল। কেন্দ্রীয় সরকার জোর করে বাংলার বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে।  আগামীদিনে জল, কল, মাথার ওপর ছাদ, পেটের খাবারের দাবিতে ভোট দেবেন'


তিনি আরও বলেন, 'আপনার পঞ্চায়েত কিন্তু আপনার পাহারাদার।  ২০ লক্ষ পরিবার ১০০ দিনের কাজের টাকা পায়নি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও তাঁর দেখা পাওয়া যায়নি।  এক কোটি মানুষের চিঠি নিয়ে দিল্লিতে দাবি আদায়ে যাব'।