কলকাতা : এসআইআর ঘোষণার পর গতকালই এনিয়ে সরব হয়েছিলেন। এদিন ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
এদিন অভিষেক বলেন, "যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেব। যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেব। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ? ডকুমেন্ট দেখাতে পারবেন ? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন ? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যাঁরা মন্ত্রী রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী , রেলমন্ত্রী তাঁর বাবার-ঠাকুর্দার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন ? যাঁরা নির্বাচন কমিশনে কাজ করেন, দেখাতে পারবেন ?" বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "স্থানীয় বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদের। বলবেন, বাবা-ঠাকুর্দার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন, সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তোর দড়ি খুলব। তোর বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুর্দার বার্থ সার্টিফিকেট. আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট...তোর অমিত শাহ আর মোদি সরকার আমাদের থেকে যে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর তোরা সেই কাগজ চাইব মানুষের কাছে।"
কখনও নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। কখনও সরাসরি মুখ্য় নির্বাচন কমিশনারকে আক্রমণ। পশ্চিমবঙ্গে SIR শুরুর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল হুমকি-হুঁশিয়ারির পালা। মঙ্গলবার SIR শুরুর দিনে তা নিয়ে ফের সরব হন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আক্রমণ শানার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। অভিষেক বলেন, "সাংসদ হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমি এদের ওয়ার্নিং দিয়ে যাব, আজ নয় কাল, সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না। দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবেন না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর। কোনও রাজনৈতিক দলের জন্য নয়। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে। আমি পুরোটা বলতে চাই না। সময়মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব।" SIR শুরুর আগেই, নাম না করে, মুখ্য় নির্বাচন কমিশনারকে নিশানা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর পশ্চিমবঙ্গে SIR শুরুর দিনে, একেবারে নাম করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।