কলকাতা: বিজেপি (BJP) বিরোধী জোটে থাকলেও I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএম (CPIM)। রবিবারই পলিটব্যুরোর মিটিংয়ে সিপিএম এমনই সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সমন্বয় কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, সিপিএমের কী অবস্থান, সেটা সিপিএম-ই স্পষ্ট করে বলতে পারবে। তাঁর মতে, 'বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রত্যেকটা সম-মনোভাবাপন্ন দলকে স্বাগত জানিয়েছি, লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য। সিপিএম কী করবে বা অন্য রাজনৈতিক দল কী করবে, সেটা তাদের ব্য়াপার।'
সমন্বয় কমিটিতে সিপিএম থাকবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই টালবাহানা চলছিল। বিরোধীদের I.N.D.I.A জোটের প্রথম সমন্বয় বৈঠকে ছিল না সিপিএমের কোনও প্রতিনিধি। যদিও সিপিআইয়ের ডি রাজা উপস্থিত ছিলেন। বিরোধী জোটের সমন্বয় কমিটিতে তাদের প্রতিনিধি কে থাকবে তা ঠিক করার জন্য পলিটব্যুরো মিটিং ডেকেছিল সিপিএম। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিজেপি বিরোধী জোটে থাকলেও সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএম।
কী অবস্থান সিপিএমের?
বিরোধী জোট I.N.D.I.A-তে সামিল হলেও, সমন্বয় কমিটিতে থাকছে না সিপিএম। রবিবার পলিটব্যুরো বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল। বঙ্গ সিপিএমের দাবিতেই সিলমোহর দিল পলিটব্যুরো। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশে বিজেপির বিরুদ্ধে ও রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। কেরলে কংগ্রেসের বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা জারি থাকবে। পয়লা সেপ্টেম্বর, মুম্বইয়ে বিরোধী জোট INDIA-র বৈঠকে সমন্বয় কমিটি তৈরি হয়। কমিটিতে সিপিএমের জন্য একটি জায়গা ফাঁকা রাখা হয়েছিল। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল সিপিএমের তরফে। রবিবার পলিটব্যুরো বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিরোধী জোট INDIA-র সমস্ত কর্মসূচিতে থাকলেও কোনও সাংগঠনিক কমিটিতে থাকবে না সিপিএম।
গতকালই সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, টাকাপাচার ও অন্যান্য নানা বিষয়ে যাঁরা যুক্ত তাঁদের সঙ্গে আমরা শেয়ার করব, এটা যাঁরা ভাবছেন তাঁরা ভাবতে পারেন, কিন্তু এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। নতুন কথা কী আছে?' কিন্তু এই সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য হবে? বলবে সময়।
সিপিএমের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপিও। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, দিশাহীন হয়ে গিয়েছে সিপিএম।