কলকাতা : খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের  ( Hiran Chatterjee ) তৃণমূলে যোগদান দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। এদিন সেই জল্পনায় জল ঢেলে দিলেন খড়গপুরের ( Kharagpur )  বিজেপি বিধায়ক ( BJP MLA ) ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ( Abhishek Banerjee ) অফিসে গিয়ে দেখা করা নিয়ে যে দাবি উঠেছিল, তা ধুয়েমুছে সাফ করলেন তিনি। 

Continues below advertisement

তৃণমূল সূত্রে দাবি, ১০ই জানুয়ারি তৃণমূল নেতা অজিত মাইতি, হিরণ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। সেখানে তৃণমূলে যোগদানের বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। কিন্তু সে কথা নস্যাৎ করে দেওয়া হয়। ' কে কী বলল ছোটখাটো কথা তাই নিয়ে মামলা করার কিছু নেই, আদালতটা একটা সম্মানের জায়গা। পশ্চিমবঙ্গে মামলা করার মতো অনেক বড় বড় বিষয় আছে। ' 

হিরণের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'থানায় ক্রিমিনাল কেস করুক হিরণ। আমি অনেক কিছু করতে পারি, কিন্তু করব না , আমি হিরণের জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম'। 

Continues below advertisement

আরও পড়ুন :

Hiran On Dev : 'এনামুলের থেকে টাকা নিয়েছে' দেব নিয়ে বিস্ফোরক হিরণ, মিঠুনকে নিয়ে 'দুশ্চিন্তা'

 

শুধু অভিষেকের অফিসে ভাইরাল ছবি ঘিরে নয়, দেব - মিঠুন নিয়েও বিস্ফোরক দাবি করেন হিরণ । তিনি বলেন, দেব গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন। আর সেই প্রোডিউসরের সঙ্গে ছবি করলেন মিঠুন। হিরণ বলেন, ' মিঠুনদা যেহেতু টাকা ফেরত দিয়েছিলেন আগেও, ইডি-সিবিআইকে। এবারে হয়ত যদি দেব দীপক অধিকারী, এই কেসে দোষী সাব্যস্ত হন, যদি জেলে যান, তাহলে মিঠুনদা প্রজাপতি থেকে যে পারিশ্রমিক নিয়েছেন, যদি নিয়ে থাকেন, তাহলে আবার দেখা যাবে উনি টাকা ফেরত দিচ্ছেন সিবিআই-ইডিকে। ' 

এই প্রসঙ্গে হিরণের কথার চাঁচাছোলা জবাব দিলেন অভিষেক। বললেন,  'মিঠুন চক্রবর্তীকে আগে বোঝান হিরণ, উনি তো বিজেপিতে আছেন, দেবকে পরে বোঝাবেন হিরণ। আপনি আচরি ধর্ম পরেরে শেখাও'। 

মিঠুন ও দেব অভিনীত 'প্রজাপতি' নন্দনে শো না পাওয়ায় নিয়ে বিতর্কের জল গড়িয়েছিল অনেক দূর। প্রশ্ন উঠেছিল, মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলেই কি প্রজাপতি নন্দনে জায়গা পেল না? সেই রেশ কাটতে না কাটতে, এবার প্রজাপতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।