সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্য়ে এসে রাস্তায় ঘুরে, মেট্রোয় চেপে মানুষের কথা শুনুন জ্ঞানেশ কুমার। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য। রাজ্যপালেরও উচিত, লোকভবনে বসে না থেকে জেলায় ঘুরে মানুষের কথা শোনা, বার্তা বিজেপির রাজ্য সভাপতির। জীবিতদের কেন মৃত দেখানো হচ্ছে? প্রশ্ন তুলে, মুখ্য় নির্বাচন কমিশনারকে ছানি অপারেশনের পরামর্শ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

Continues below advertisement

আরও পড়ুন, ঝাড়খণ্ডে রহস্যমৃত্যু বঙ্গসন্তানের, মৃতদেহ ফিরতেই উত্তাল বেলডাঙা, মুখ খুললেন অধীর " পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি.."

Continues below advertisement

ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। SIR-এর শুরু থেকে...শুনানি। BLO-র থেকে সাধারণ মানুষের মৃত্যু, শুনানিতে মানুষের চরম হয়রানি। একের পর এক ঘটনায়, নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলে একাধিকবার আক্রমণ করেছেন রাহুল গান্ধীও! এই আবহে এবার তাঁর দিকে আক্রমণ ধেয়ে এল অন্য় দিক থেকেও। শুক্রবার ফের একবার মুখ্য নির্বাচন কমিশনাকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য।

বিজেপির রাজ্য সভার সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না।  মুর্শিদাবাদে যান, দক্ষিণ ২৪ পরগনায় যান,বীরভূমে যান। কলকাতার রাজপথে হাঁটুন। এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কী বলছে, মানুষের কী দাবি, মানুষের কী কণ্ঠস্বর- সেটা শুনতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি, এদিন রাজ্যপালকেও কড়া বার্তা দেন শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। তিনি যান। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি। তিনি অভিভাবক।তাঁর নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান। তিনি গোয়ালপোখর যান, তিনি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় যান। BLO-দের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন।

শুক্রবার মেদিনীপুরের সভা থেকে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জ্ঞানেশ কুমার, অমিত শাহ-নরেন্দ্র মোদিজির আদেশে, নির্দেশে, অংগুলিহেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত DEAD দেখিয়ে দিচ্ছে। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে। ছানি অপারেশন 'ছানিশ্রী'। জ্ঞানেশ কুমারকে বিরোধীরা সবসময়ই বিজেপির শরিক বলে আক্রমণ করে থাকে।কিন্তু বিজেপির রাজ্য় সভাপতি তাঁকে আক্রমণ করছেন কেন? নেপথ্য়ে কী কারণ?