কলকাতা: চিকিৎসাজনিত কারণ দেখিয়ে তৃণমূলের সংগঠন থেকে ছুটি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি চিকিৎসার প্রয়োজনেই তিনি কয়েক দিনের ছুটি নিচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানালেন অভিষেক। ঠিক কী হয়েছে, তা যদিও খোলসা করেননি তিনি। তবে ছুটিতে থাকলেও মানুষের প্রয়োজন, দাবিদাওয়া আরও ভাল করে বোঝার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। (Abhishek Banerjee)
বুধবার সোশ্যাল মিডিয়ায় ছুটি নেওয়ার কথা জানান অভিষেক। তিনি লেখেন, 'জরুরি চিকিৎসার প্রয়োজনে সংগঠন থেকে স্বল্পকালীন ছুটি নিচ্ছি আমি। এই ছুটিতেও মানুষের প্রয়োজন আরও ভাল করে বোঝার সুযোগ পাব আমি। আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকার মসৃণ ভাবেই সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাবে এবং মানুষকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে পিছপা হবে না'। (Abhishek Takes Leave)
অভিষেক জানিয়েছেন, গত বছর এই সময় তিনি 'নবজোয়ার যাত্রা' নিয়ে ব্যস্ত ছিলেন। পশ্চিমবঙ্গের দিকে দিকে গিয়ে তৃণমূলস্তরের মানুষের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেছেন। মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ,আবাসের টাকা বাকি থাকায় কী কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁদের, তা অনুধাবন করতে পেরেছিলেন তিনি। অভিষেক জানিয়েছেন, সেই 'নবজোয়ার যাত্রা' থেকেই তিনি বাংলা থেকে দিল্লিতে আন্দোলন নিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত রাজ্য সরকারই সমস্যার সমাধান করে। লোকসভা নির্বাচনের মানুষ তাঁদের উপর ভরসা রাখায় সকলকে ধন্যবাদও জানান তিনি।
আরও পড়ুন: Bhaskar Ghosh: গর্ভপাত, শ্লীলতাহানির অভিযোগ, সংশয়ী আদালত, রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর
এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বেশ ভাল ফল করেছে তৃণমূল। ৪২টির মধ্যে ২৯টি আসনেই জয়ী হয়েছে জোড়াফুল শিবির। ডায়মন্ড হারবার কেন্দ্রে ৭ লক্ষের বেশি ভোটে জয়ী হয়ে নজির গড়েছেন অভিষেক নিজে। তবে শুধু ডায়মন্ড হারবার নয়, লোকসভা নির্বাচনে সামগ্রিক ভাবে দলের যে ফল হয়েছে, তার কৃতিত্বের অনেকটাই পেয়েছেন অভিষেক। মমতা খোদ অভিষেকের ভূয়সী প্রশংসা করেছেন। নির্বাচনী কৌশল রচনা থেকে প্রচার, সবেতেই অভিষেক এবার অগ্রণী ভূমিকায় ছিলেন। সেই ব্যস্ততা কাটতেই এবার স্বাস্থ্যের দিকে নজর দিলেন অভিষেক।