দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ৬ বছর আগে, অমিত শাহর কর্মসূচি চলার সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তোলপাড় হয়েছিল কলকাতা। শুক্রবার বিদ্যাসাগরের ২০৫-তম জন্মদিনে ফিরল সেই বিতর্ক। এদিন কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের পর EZCC-তে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলল, এত কাছে এসেও বিদ্যাসাগরের ভিটেয় বা বিদ্যাসাগর কলেজে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

Continues below advertisement

২০১৯ সালে অমিত শাহ কলকাতায় থাকাকালীন, বিদ্য়াসাগরের মূর্তি ভাঙা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য়ের রাজনীতি। শুক্রবার কলকাতায় অমিত শাহর পুজো উদ্বোধনের দিনেই, ফের ঈশ্বরচন্দ্র বিদ্য়াসাগরকে নিয়ে সংঘাতে জড়াল তৃণমূল এবং বিজেপি। যেখানে উঠে এল ৬ বছর আগের মূর্তি ভাঙার প্রসঙ্গও। 

শুক্রবার দুপুর পৌনে ১টা নাগাদ, EZCC-তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫-তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন অমিত শাহ। তিনি বলেন, "আজ মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। উনি শুধু বাংলায় নয়, সমগ্র দেশে যে সময় আমরা পরাধীন ছিলাম, তখন শিক্ষার জন্য যা করেছিলেন সেটা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার ব্যাকরণ এবং নারী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের পুরো জীবন সমর্পিত করেছিলেন।" ২০১৯ সালের ১৪ মে লোকসভা নির্বাচনের সময়, কলকাতায় অমিত শাহর রোড শো চলাকালীন অশান্তি বাধে। বিদ্যাসাগর কলেজে ভাঙা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। এই ঘটনা কারা ঘটিয়েছে, তা নিয়ে তুঙ্গে ওঠে তৃণমূল ও বিজেপির তরজা। সেই প্রসঙ্গে মনে করিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদের মানুষ জবাব দিয়েছে। আমার সত্যি খারাপ লাগল, আমি যখন শুনলাম যে তিনি ঠিক ১০ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তাঁর এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিবস। সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে, বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি।" 

Continues below advertisement

শুক্রবার বিদ্যাসাগর কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আমহার্স্ট স্ট্রিটের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসতবাড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।