কলকাতা : "আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝের বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখব না। এক ছিল, আগামীদিনে এক হয়ে যাবে।" রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ) এহেন একটি বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

পোস্টে তিনি লিখেছেন, "বিজেপি নেতৃত্বের ভণ্ডামি নতুন মাত্রায় নেমেছে। @BJP4India রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না - উভয় দেশ আবার এক হয়ে যাবে! অন্যদিকে, একই বিজেপি সরকার, যার মধ্যে অমিত শাহ রয়েছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছেন যে, পশ্চিমবঙ্গ সরকার সেই সীমান্ত রক্ষা করার জন্য কোনও জমি দিচ্ছেন না যা তাঁদের নিজেদের সাংসদ মুছে ফেলতে চান! যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি @BJP4India @JPNadda-কে চ্যালেঞ্জ জানাচ্ছি যে এই সাংসদকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। তাদের নীরবতা কেবল এটাই প্রকাশ করবে যে তিনি শীর্ষ নেতৃত্বের পূর্ণ সম্মতিতে কথা বলেছিলেন।"

 

Continues below advertisement

এর উত্তরে বিজেপি সাংসদ পাল্টা জবাব দিয়েছেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্যের মানে না বুঝতে পেরে অমিত শাহ এবং জেপি নাড্ডাকে জানতে চেয়েছেন আমি কেন এই কথা বলেছি। যে বাংলা এক ছিল, সেই বাংলা সোনার বাংলা ছিল...তাই বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়ন আবার হবে। পিছিয়ে পড়ার জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হবে না। তখন ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না, তখন তারা খাওয়া-পরার জন্য বলবে...ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি এলে এতটাই উন্নয়ন করব। এই কথার মানে এইটা। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল জেতে, তারা আগের থেকেই বাংলাদেশের নাড়া লাগিয়ে দিচ্ছে। তাহলেও কাঁটাতারের বেড়া থাকবে না। তাই কাঁটাতারের বেড়া সাময়িক। ভবিষ্যতে এটা থাকবে না। আমরা থাকতে দেব না। মানুষই এটা এক করে নেবে।"