সুমন ঘড়াই, অনির্বাণ বিশ্বাস, রাজীব চৌধুরী, কলকাতা : বুধবার, দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাসভবনে, প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটি। যেখানে কমিটির সদস্য হিসেবে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আর বিরোধীদের বৈঠকের পাশাপাশি, অন্য এক ঘটনার জেরেও, শিরোনামে চলে এল,  ১৩ সেপ্টেম্বর। কারণ ঠিক সেদিনই, তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বলে, জানিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে বুধবার অভিষেক কোথায় যাবেন, ED-র অফিসে? না কি শরদ পাওয়ারের বাসভবনে 'INDIA' জোটের সমন্বয় কমিটির বৈঠকে? তবে এই প্রশ্নের উত্তর এখনও না পাওয়া গেলেও, ইতিমধ্য়েই নাম না করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।


সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিষেককে সব দিক থেকে বিরক্ত করে। ওকে কখনও নিম্ন আদালতে যেতে হয়, কখনও উচ্চ আদালতে যেতে হয়। কখনও হাইকোর্টে যেতে হয়, কখনও সুপ্রিমকোর্টে যেতে হয় বিচার পেতে। অকারণে হেনস্থা করা হয়। কোনও তথ্যপ্রমাণ নেই। তাঁর বিরুদ্ধে কী করেনি? অনেক কিছু করেছে। কিন্তু তবু এগুলি ওরা করে, কারণ তারা জানে, যুব সমাজ এগুলি কখনও মেনে নেয় না। তারা যুব সম্প্রদায়কে বিরক্ত করতে চায়। '


মমতা বন্দ্য়োপাধ্য়ায় মঙ্গলবার বিদেশ রওনা হচ্ছেন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পোস্ট অনুযায়ী, তাঁকে বুধবার তলব করেছে ED। রবিবার সন্ধেয় সোশাল মিডিয়ায় নাম না করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে অভিষেক লেখেন,  ১৩ সেপ্টেম্বর, দিল্লিতে 'INDIA'র সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে। আমিও সেই কমিটির একজন সদস্য। কিন্তু, জেনেবুঝে ঠিক সেদিনই ED আমাকে ডেকে পাঠিয়ে নোটিস দিয়েছে। ৫৬ ইঞ্চি ছাতির মডেলের ভয় ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত হতে হয়।


তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' এরা এতটা ভয় পাচ্ছে, তাই ওই দিন৷ তাকে ঠেকাবার কৌশলে ওই দিনই ইডির তলব। বিজেপি রাজনৈতিক ভাবে দেউলিয়া৷ চোখে লাগছে, মুখোশ খুলে যাচ্ছে৷ অভিষেক যাবেন কিনা সঠিক সময়ে সেই সিদ্ধান্ত তিনি জানাবেন।' 


এর আগে কয়লা পাচার মামলা তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ED। ২০২১-এর ৬ সেপ্টেম্বর, ২০২২ সালের ২১ মার্চ, দিল্লিতে এবং ওই বছর ২ সেপ্টেম্বর, কলকাতায় জিজ্ঞাসাবাদ করে ED। এবার ফের তৃণমূল সাংসদকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।