অমিতাভ রথ, ঝাড়গ্রাম: মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee ) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )কার্যত ক্লিনচিটের পরেও, কনভয়ে হামলার ঘটনায় কুড়মিদের ধরপাকড় চলছেই। জয় মাহাতো নামে আরও এক কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বুধবার সকালে, ঝাড়গ্রামের বংশীমোড় থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার, এই ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়।
পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জয় মাহাতো। গত শুক্রবার ঝাড়গ্রামের গড় শালবনিতে, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর চালানো হয়।
ওই ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জয় মাহাতোর গ্রেফতারির পর কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০।
তবে, তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের দাবি, ধৃত জয় মাহাতো বিজেপির সক্রিয় কর্মী। ২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকে বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তিনি। গত পুরভোটে, ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন জয় মাহাতো। তবে হেরে যান। কখনও বিজেপির পতাকা হাতে, কখনও আবার বিজেপি নেতার সঙ্গে, সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি রয়েছে তাঁর।
কনভয়ে হামলার ঘটনায় আগেই বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। মেরেছে বীরবাহাকে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে।'
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,' বিজেপির নেতারা বীরবাহার মতো হামলা করেছে। আদবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ যুক্ত নয়। ' পুলিশ সূত্রে দাবি, কনভয়ে হামলার দিন ঘটনাস্থলে ছিলেন জয় মাহাতো। ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজের সূত্রে ধরে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।