কাঁথি: পঞ্চায়েত ভোটের আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মেগা ডুয়েল। প্রতিপক্ষের গড়ে দুই হেভিওয়েটের জনসভা। আর কিছুক্ষণ পরেই কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে প্রভাতকুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।                 


বিরোধী দলনেতার খাস তালুকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভা ঘিরে কাঁথিতে উত্তেজনা। আদালতের নির্দেশমতো শুভেন্দু অধিকারীর বাড়িরে সামনে বসানো হয়েছে কড়া পুলিশ পাহারা। পুলিশ পিকেটের সঙ্গে দেওয়া হয়েছে গার্ডরেল। শান্তিকুঞ্জের সামনে দিয়ে যেতে হলেও পথচারীদের জবাবদিহি করতে হচ্ছে পুলিশের কাছে। অবাধ যাতায়াত রুখতে রাস্তার মুখে বসেছে বাঁশের গেট। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করছেন পুলিশ আধিকারিকরা। আনা হল শব্দের তীব্রতা মাপার যন্ত্র।             


আরও পড়ুন, 'পয়সা হয়তো আসছে না, তাই বন্ধ হুক্কা বার', রাজ্য সরকারকে খোঁচা দিলীপের


এদিকে, ডায়মন্ডহারবারের লাইট হাউস ময়দানে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ! জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তৃণমূল! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও ট্যুইট করে অভিযোগ করেন, হাইকোর্ট তাঁর সভায় অনুমতি দেওয়া পরও, তা বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী!                                 


ভিডিও ট্যুইট করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘হাইকোর্টের অনুমতির পরেও বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী।' এরপরই পর পর টুইটে 'ভাইপো'কে আক্রমণও করেছেন। তিনি লেখেন, "তোমার সময় এবার শেষের পথে। বাংলার মানুষরা অগণতান্ত্রিক দলকে গণতান্ত্রিকভাবেই ছুঁড়ে আবর্জনার স্তুপে ফেলে দেবে। ভাইপো আপনি শুনছেন তো?" এরপরই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শিশির-পুত্র লেখেন, "যেখানে মঞ্চ ভাঙা হয়েছে সেইখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমস্ত শক্তি ব্যবহার করুন। কিন্তু স্টপ মি, ইফ ইউ ক্যান।"