পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: 'নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গোপাল দলপতি, তাপস মণ্ডল আমার নাম নিয়েছিল। কুন্তল একবারও আমার নাম বলেনি। কুন্তল-শান্তনুকে চিনি।' এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র।


সুজয়কৃষ্ণ ভদ্রের বয়ান রেকর্ড: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বুধবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের বয়ান রেকর্ড করে সিবিআই। প্রায় আড়াই ঘণ্টা ধরে সুজয়কৃষ্ণ ভদ্রের বয়ান রেকর্ড করে সিবিআই। এই 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতির মুখে। নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনের কথায় সুজয়কৃষ্ণ ভদ্রর নাম উঠে আসায় জিজ্ঞাসাবাদ, সিবিআই সূত্রে খবর। এদিন তিনি বলেন, “কোনও এক সময় যুবা বলে একটি সংগঠনের কাজ দেখাশোনা করতাম। তখন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের যুব নেতারা দেখা করতে আসতেন। এখন আর হয় না, এখন আর রাজনীতির আবর্তে নেই। আমার কাছে কোনও টাকা পৌঁছায়নি। এখন লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে চাকরি করি। আমার ব্যক্তিগত তথ্য জানতে চায় সিবিআই। আমার কাছ থেকে কারও চাকরি হয়নি।’’                     


পাশাপাশি তিনি অবশ্য জানিয়েছেন, জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মৌখিকভাবে মেয়ে এবং ভাইঝির চাকরির জন্য জানিয়েছিলেন। এদিন তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে মৌখিকভাবে বলেছিলাম মেয়ের চাকরির জন্য, দাদার মেয়ের চাকরির জন্য। সেই চাকরি হয়নি, মনে রাখার বিষয়ও নয়। ১০ বছরে একটি বাড়ি বানিয়েছি। বকখালিতে পাঁচজন মিলে একটা ছোট জায়গা আছে। লিপস অ্যান্ড বাউন্ডসে চাকরি করি বলেই জিজ্ঞাসাবাদ। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিকে গৌতম দেবের আমল থেকে টার্গেট করা হচ্ছে। যতবার ডাকবে ততবার যাব।’ দাবি নিয়োগ দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের।                                       


CBI-সূত্রে দাবি, সুজয়কৃষ্ণ ভদ্রর একাধিক কোম্পানি রয়েছে। এখনও পর্যন্ত ৬টি কোম্পানির তথ্য পাওয়া গেছে।এই কোম্পানিগুলি বিভিন্ন নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। এই কোম্পানিগুলির লেনদেন, কারা ডিরেক্টর রয়েছেন  এবং এই কোম্পানিগুলো কী কাজ করত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। CBI-সূত্রে দাবি, সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান খতিয়ে দেখা হবে এবং তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং গোপাল দলপতির বক্তব্যের সঙ্গে করা হবে ক্রস ভেরিফিকেশন। তারপরই, পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন: Primary Teacher Recruitment: কবে থেকে প্রাথমিকে নিয়োগ? কী জানালেন শিক্ষামন্ত্রী?