যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের। DGP-রাজীব কুমার-সহ একাধিক শীর্ষকর্তাকে শোকজ করেছে রাজ্য সরকার। 'রাজধর্ম' পালন, নাকি ভোট বড় বালাই? প্রশ্ন উঠছে ভিন্ন মহলে। বিরোধীদের তরফে একাধিক তীর্যক মন্তব্য উড়ে এসেছে। যেমন, শুভেন্দু অধিকারীর দাবি, 'এই ঘটনায় যদি দায়স্বীকার করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায়স্বীকার করা উচিত। ... পশ্চিমবঙ্গের মানুষ আপনার অপসারণ চায়, অরূপ-সুজিতের গ্রেফতার চায় এবং পশ্চিমবঙ্গের মানুষ মহামান্য বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়।' এদিকে তৃণমূলের দাবি, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী ! কিন্তু মেসিকাণ্ডের পর কি এই সব কড়া পদক্ষেপ ইমেজ সাফ করতে পারবে প্রশাসনের? ভোটের আগে এটা কি ইমেজ-বিল্ডিংয়ের মাস্টারস্ট্রোক? কী বলছে জনতা জনার্দন? অর্থাৎ যাঁরা ভোট দেবেন, তাঁরা কী ভাবছেন। এবিপি আনন্দর দৈনিক পোলে উঠে এল একটা ছবি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভরে গিয়েছে নানারকম মন্তব্যে। তা থেকেই উঠে এসেছে দর্শকদের ভাবনা।
জনতার - পোলের প্রথম প্রশ্ন ছিল , ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছাপ্রকাশে সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রী কি সঠিক কাজ করেছেন?
- হ্যাঁ -- ৭৮
- না -- ১২
- বলতে পারব না -- ১০
দ্বিতীয় প্রশ্ন ছিল, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসকে আপাতত 'অব্যাহতি' কি রাজনৈতিক কৌশল ?
- হ্যাঁ -- ৯৬
- না -- ৩
- বলতে পারব না -- ১
৩য় প্রশ্ন ছিল, DG-CP-কে শোকজ, DC-কে সাসপেন্ড, ক্রীড়াসচিবকেও শোকজ। যুবভারতীকাণ্ডে রাজ্য় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট?
- হ্যাঁ -- ১৩
- না -- ৮৭
- বলতে পারব না -- ০
৪ র্থ প্রশ্ন ছিল, যুবভারতীতে মেসি-বিশৃঙ্খলা নিয়ে রাজ্য় সরকারের পদক্ষেপে বিধানসভা ভোটের আগে তৃণমূলের ড্য়ামেজ কন্ট্রোল হবে?
- হ্যাঁ -- ১৮
- না -- ৮১
- বলতে পারব না -- ১
৫ম প্রশ্ন ছিল, চারজন IPS অফিসারকে নিয়ে তৈরি SIT কি যুবভারতীতে বিশৃঙ্খলার নিরপেক্ষ তদন্ত করতে পারবে?
- হ্যাঁ -- ১১
- না -- ৮৭
- বলতে পারব না -- ২ এদিকে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে, টিকিটের মূল্য ফেরত দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। যেকোনও উপায়ে রিফান্ড চাইছেন মেসি-ভক্তরা।