ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : সাত সকালে কলকাতা শহরে ভয়াবহ দুর্ঘটনা। আবার সেই মা ফ্লাইওভারে। মারাত্মক দুর্ঘটনায় রক্তারক্তি কাণ্ড। অভিযোগ, সকাল সকাল মা ফ্লাইওভারে একটি গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটাল। তারপর বেপরোয়া ভাবে তা ধাক্কা মারে ডিভাইডারে।

Continues below advertisement

যেমন গতিতে আসছিল গাড়িটি, তাতে ডিভাইটারটি ক্ষতিগ্রস্ত হয়। তার অভিঘাতে গাড়িটি ঘুরে যায়। তখন একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। তাতে বাইকটি ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত অবস্থায় বাইক আরোহীকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইক আরোহীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের কারও কারও মতে গাড়ির গতি বেশি ছিল, কেউ বলছেন, ড্রাইভার হয়ত ঘুমিয়ে পড়েছিলেন। তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। দুর্ঘটনার কারণ জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।  

গত ২০০৪ সালেও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে মা ফ্লাইওভারে। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নিচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হল। চালকের মাথায় হেলমেট থাকলেও, বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের ওপর  গার্ডওয়ালে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।  কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।      

Continues below advertisement

কিন্তু বার বার কেন দুর্ঘটনা ঘটছে এই উড়ালপুলে? কেন লাগাম পরানো যাচ্ছে না বেপরোয়া গতিতে? যান শাসনে পর্যাপ্ত নজরদারির অভাবেই কি এত দুর্ঘটনা? নাকি এত  সতর্কতামূলক প্রচারের পরও ভাঙছে না ঘুম ! উঠছে প্রশ্ন।  

মথুরায় দুর্ঘটনা                          

অন্যদিকে, উত্তরপ্রদেশের মথুরায় একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে পরপর ৭টি বাস  একে অন্যকে ধাক্কা মারে। শীতে কুয়াশার জেরে দৃশ্যমানতা খুবই কম ছিল। তাই সম্ভবত দেখতে না পেয়েই একটা বাস আরেকটাকে ধাক্কা মারে পরপর। এর জেরে যমুনা এক্সপ্রেসওয়েতে  একটি বাসে আগুন ধরে যায়। শেষ পাওয়া খবর অনুসারে, চার জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।  গুরুতর আহত আরও বেশ কয়েকজন ।