রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আলোর উৎসবে যখন মাতোয়ারা গোটা বাংলা। তখনই অঘটন। কালীপুজোয় (Kali Puja 2022) শব্দবাজি ফাটানোর সময় ঘটল বড়সড় বিপত্তি। মৃত্যু হল এক যুবকের (Young man dies)।


শব্দবাজি ফাটানোর সময়ে বিপত্তি, মৃত্যু যুবকের


দীপাবলির আমেজ। আলোয় আলো চতুর্দিক। বাজির ঘনঘটা। তাতেই বিপত্তি। কালীপুজোর পরদিন শব্দবাজি ফাটানোর সময় বড়সড় বিপদ। রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের।


মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা থানা এলাকার আকুরা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। মৃত ওই যুবকের নাম পল্লব সরকার। বয়স ৩২।


মৃতের বাড়ি  ফরাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। পেশায় রং মিস্ত্রি ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, এদিন সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার মধ্যবর্তী স্থান আকুরা সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে কালীপুজোর বাজি ফাটাতে মেতে ছিলেন বেশ কয়েকজন যুবক। সেই সময় বিপত্তি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।


আরও পড়ুন: Kali Puja 2022 : সারা গ্রামে একটাই পুকুর, কীভাবে বিসর্জন, তাই কালীর দৌড় ! সেই ট্র্যাডিশন অব্যাহত মালদায়


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই  দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের চোখে ধুলো দিয়ে কীভাবে ফিডার ক্যানেলের ধারে অবৈধভাবে বাজি ফাটানো হচ্ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


বাজি ফাটানোয় কড়াকড়ি


অন্যদিকে গত শুক্রবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে কেবলমাত্র সবুজ বাজিই ব্যবহার করা যাবে। নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুসারে কালীপুজো ও দীপাবলির দিন রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানোর ছাড় দেওয়া হয়। অন্যদিকে এই মাসের শেষেই ছটপুজো। ৩০ অক্টোবর ছটপুজো। সেদিন সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ছাড় রয়েছে বাজি পোড়ানোয়। 


তবে উৎসবের মরসুম এখানেই শেষ নয়। সামনেই আসছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। কলকাতা হাইকোর্টের তরফে সেই দিনগুলোয় বাজি পোড়ানোর সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বড়দিনের প্রাক্কালে ও ইংরেজি নববর্ষের দিনে রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ পর্যন্ত অর্থাৎ ৩৫ মিনিট বাজি ফাটানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট। 


এই সমস্ত ক্ষেত্রেই একমাত্র সবুজ বাজি ব্যবহার করতে হবে অন্যথায় তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। কোনওরকম সমস্যা বা সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে। সেগুলি হল ১০০, ১০৯১, ১০৯৮।