অভিনেতা বনি সেনগুপ্তর শুরুর দিককার একটা ছবির নাম ছিল বরবাদ! আবার নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্য়েই বাংলার একাধিক পরিবার বরবাদ হয়ে গেছে! আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডেই ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে এবার অভিনেতা বনি সেনগুপ্তর সম্পর্ক উঠে এল!


আর সেইসঙ্গে প্রশ্ন জোরাল হল, টালিগঞ্জেও কি এবার নিয়োগ দুর্নীতির ছায়া? নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম টালিগঞ্জের কোনও অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হল। বৃহস্পতিবার দিনভর দফায় দফায় ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিনেতা বনি সেনগুপ্ত। ED-সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। 


এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে তলব করে ইডি। বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন অভিনেতা। বনি সেনগুপ্তর দাবি, প্রডিউসার হিসাবে সিনেমা এবং ইভেন্ট করার জন্য তাঁকে বলেছিলেন কুন্তল ঘোষ। ২০১৭ সালে, তিনি একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। সেই টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। পরে, সিনেমা বা মিউজিক ভিডিও করা না হলেও, কুন্তলের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে গেছিলেন তিনি। বনি-কুন্তল দুজনেই পরস্পরকে চেনার কথা স্বীকার করলেও, টাকা নিয়ে দু-জনের পরস্পরবিরোধী বক্তব্য উঠে এসেছে। বনি সেনগুপ্ত জানান, আমি বলেছিলাম, না ব্ল্যাকে না, হলে হোয়াইটে ট্রানজাকশন হবে, সেই জন্য আমি গাড়ির অ্যাকাউন্টে নিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে নয়।


বনি সেনগুপ্তের উল্টো বক্তব্য কুন্তলের । তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,  আমার ইভেন্টের টাকা নিয়ে ও কী করেছে আমি কী করে বলব? 


বনি সেনগুপ্তর ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্য়ায়! দুজনের সম্পর্কের কথা টালিগঞ্জের সবারই জানা! দুজনে একাধিক ছবিও করেছেন! যদিও, কৌশানির সঙ্গে ধৃত যুব তৃণমূল নেতার আর্থিক সম্পর্ক নিয়ে তাঁর কিছু জানা নেই বলে দাবি করেছেন কৌশানি। তিনি বলেন, ' এগুলো অনেক আগের, বনি জানে, বনিই বলতে পারবে। বনির সঙ্গে কৌশানির ব্যক্তিগত সম্পর্ক, আমি বাড়ির চার দেওয়ার মধ্যে রাখি। বাড়ির বাইরে যায় না।' 



 বনি সেনগুপ্তের উল্টো বক্তব্য কুন্তলের। সাংবাদিককে দেওয়া প্রশ্নের উত্তরে কুন্তল জানান, অভিনেতা বনি সেনগুপ্তের দাবি কুন্তলের সঙ্গে লেনদেনের বিষয়ে তাঁর কোনও লিখিত চুক্তি হয়নি। সূত্রের দাবি, এখানেই ED-র তদন্তকারীদের প্রশ্ন, চুক্তি ছাড়া এত টাকা কিসের জন্য নিলেন বনি সেনগুপ্ত? তাঁর দাবির পক্ষে কি কোনও প্রমাণ আছে? 


বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে দুদফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটে। মধ্য়াহ্নভোজের পর আবার দুপুর ৩টে থেকে রাত ৮টা অবধি। জিজ্ঞাসাবাদ শেষে অন্য় গেট দিয়ে বেরিয়ে যান অভিনেতা বনি সেনগুপ্ত!