কলকাতা: আরজি কর হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন অপর্ণা সেন। মঙ্গলবার বিকেলে শ্য়ামবাজার থেকে মিছিল করে অন্য বুদ্ধিজীবীদের সঙ্গে আরজি কর হাসপাতালে বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল অভিনেত্রী অপর্ণা সেনের। কিন্তু তিনি জানান, শারীরিক অসুস্থতার জন্য তিনি হাঁটতে পারবেন না। তাই সোজা গাড়ি করেই হাসপাতালে আসবেন। সেই কথা মতো মঙ্গলবার বিকেলে আরজি কর হাসপাতালে আসার পরেই গেটের মুখে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। খুনের ঘটনার পর এতদিন কেটে গেলেও তিনি কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন করেন হাসপাতালের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদীদের একাংশ।


আরও পড়ুন: RG Kar Doctor's Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের


মঙ্গলবার বিকেলে গাড়ি থেকে নামতে তাঁকে লক্ষ্য করে হাসপাতালের বাইরে থাকা কিছু মানুষ "চটিচাটা বুদ্ধিজীবী দূর হটো" বলে স্লোগান দিতে থাকেন। যার জেরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অপর্ণা সেন। পুলিশও বিক্ষোভকারীদের হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেয়। 


আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা


পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অপর্ণা সেন বলেন, "আন্দোলনকারীদের যা দাবি রয়েছে তার সঙ্গে আমি ১০০ শতাংশ একমত। এই ঘটনায় রাজ্যবাসী হিসেবে আমি লজ্জিত। কলকাতার একজন নাগরিক হিসেবে এই প্রতিবাদে অংশ নিতে এসেছি। আমার কণ্ঠ তোমাদের সঙ্গে মেলাতে এলাম। অপরাধীদের ধরতে পারলে তাদের কঠোর ও কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।"


পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন 


এই ঘটনায় পুলিশের ভূমিকা সন্দেহভাজন বলে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, "ঘটনার পরেই কেন পুলিশ ধর্ষণ ও খুনের ধারায় মামলা দায়ের না করে অন্য ধারা ব্যবহার করেছে। প্রথমে কেন এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলা হল। এই বিষয়ে পুলিশের জবাবদিহি করার প্রয়োজন রয়েছে। কার নির্দেশে পুলিশ মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের জন্য ব্যস্ত হয়ে উঠল। এমনকী যে হাসপাতালে এই ধরনের নারকীয় ঘটনা ঘটেছে সেখানেই কেন ময়নাতদন্ত করা হয়েছে। এই সমস্ত প্রশ্নের জবাব চাই। আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত। এটাই আমাদের দাবি।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Suvendu Adhikari on RG Kar: 'স্বাধীনতা দিবসে পতাকা তুলে পদত্যাগ করুন মমতা, এই আন্দোলন থামবে না', হুঁশিয়ারি শুভেন্দুর