কলকাতা : বাড়ছে অনলাইন প্রতারণা। অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছেন অনেকেই। নিত্য প্রয়োজনীয় থেকে বিলাস সামগ্রী।  ক্রেতাদের অনলাইন শপিংয়ে এই আগ্রহের বিষয়টি জেনেই ফাঁদ পাতছে প্রতারকরা! নানা ভাবে হচ্ছে অনলাইনে প্রতারণা। কখনও ভুয়ো সংস্থা থেকে কেনাকাটা করে ঠকছেন। কখনও আবার প্রতারকের কাছে ওটিপি দিয়ে সব খোয়াচ্ছেন গ্রাহক। এবার অনলাইন প্রতারণার অভিযোগ এল এক অভিনেত্রীর কাছ থেকে। তবে যে সাইট থেকে তিনি কেনাকাটি করেছেন, সেখান থেকে নয়, বরং কনজিউমার ফোরামে অভিযোগ করতে গিয়ে বিরাট ফাঁদে পড়ে গিয়েছেন তিনি। 



 অনলাইন প্রতারণার ( Online Fraud )  অভিযোগ করেছেন পামেলা ভট্টাচার্য ( Pamela Fraud )নামে এক অভিনেত্রী। তাঁর দাবি, কিছুদিন আগে একটি অনলাইন সংস্থা থেকে জিনিস কেনার পর সেটি পছন্দ না হওয়ায় সেটি ফেরত দিয়ে রিফান্ড চাইলেও সেই সংস্থা রাজি হয়নি। কোনওভাবেই তিনি জিনিসটি বদলাতে বা ফেরত দিতে পারছিলেন না। তখন তিনি মনে করেন অভিযোগ জানাবেন কনজিউমার ফোরাম বা ক্রেতা সুরক্ষা দফতরে। কিন্তু সেটা করতে গিয়েই পড়েন বিপদে। 


সরাসরি কনজিউমার ফোরামের অফিসে না গিয়ে তিনি এরপরেই গুগলে সার্চ করে সেখান থেকে কনজিউমার ফোরামের নামে একটি লিঙ্ক খুঁজে পান। তাতে ক্লিক করে অভিযোগ জানাতে যান অভিনেত্রী। তাঁর দাবি, সেই লিঙ্কে ক্লিক করতেই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তাঁর থেকে ২ টাকা চাওয়া হয়। অভিনেত্রীর অভিযোগ,  ওই টাকা কেটে নেওয়ার পরেই কয়েকঘণ্টার মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৯৮ হাজার টাকা।          


তাঁর সন্দেহ সেই নম্বরটিই ভুয়ো। সেখানে ২ টাকা জমা দেওয়ার মধ্যেই ছিল প্রতারণার ফাঁদ। যাতে পা দিয়ে ওই বিরাট অঙ্কের টাকা খুইয়েছেন তিনি। পামেলার দাবি, ব্যাঙ্কে সেই কথা জানালে, ব্যাঙ্ক জানায়, এতে তাঁদের কিছুই করার নেই।জালিয়াতির শিকার তিনি।                            


এরপর যাদবপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কনজিউমার ফোরামের নির্দিষ্ট লিঙ্কটি ফেক কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে যাদবপুর থানা সূত্রে খবর।