কলকাতা: সম্পত্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আক্রমণের জবাবে, আয়কর রিটার্নের নথি পোস্ট করে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।


নাম না করে সম্পত্তি নিয়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্য়ে তথ্য় সামনে এনে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। রেশ বণ্টনে দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই বুধবার বেনামি বাড়ি, পেট্রোল পাম্প, ট্রলারের প্রসঙ্গ তুলে, আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নাম না করেই নবান্ন থেকে মমতা বলেছিলেন, 'কারও কারও ৬০-৭০-৮০টি ট্রলার আছে, নানা লোকেই বলে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা রয়েছে। তারা বড় বড় কথা বলে কী করে? এতদিন করিনি, এবার আমরাও কাগজপত্র বের করছি।'  






নাম না করে সম্পত্তি নিয়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্য়ে তথ্য় সামনে এনে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী।রেশ বণ্টনে দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই বুধবার বেনামি বাড়ি, পেট্রোল পাম্প, ট্রলারের প্রসঙ্গ তুলে, আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবারই নিজের ২০২২-২৩ অর্থবর্ষের আয়কর রিটার্নের নথি পোস্ট করে, শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লেখেন, 'গতকাল আপনি আমাকে আক্রমণ করেছেন এবং আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। যদিও আমার নাম নেওয়ার সাহস আপনার হয়নি।'


সোশাল মিডিয়ার পোস্টে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, 'আমার বিরুদ্ধে CID, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে (IB) দিয়ে তদন্ত করান। আয়কর রিটার্নের বাইরে 'এক পয়সা'ও উপার্জন করেছি বা এরকম কোনও সম্পদ বা সম্পত্তি আছে কি না তা, প্রমাণ করুন। এরপরই চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী বলেন, কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেখানে আপনি জমি দখল করে বাস করছেন, তার চুক্তি প্রকাশ্যে আনুন। জমির দখল বৈধ না অবৈধ সেটা সবাইকে জানতে দিচ্ছেন না কেন? আশা করি, আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন।' 


'মিথ্য়েবাদী' বলেও মমতাকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে রাখুন।আপনার ভাইপো, আপনার পরিবারের, ইনকাম ট্যাক্সে কিছুই দেখানো নেই। আমার সবই দেখানো আছে। এরপরেই তোলেন তাঁর পেট্রোল পাম্পের কথা। বলেন, 'পেট্রোল পাম্প সব বৈধ, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রোল পাম্প। একুশ সালের শুভেন্দু অধিকারীর হলফনামা দেখে নেবেন আপনি।' 


আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সার্টিফিকেটের পরেও জ্যোতিপ্রিয়কে নিয়ে ভিন্ন সুর তৃণমূলে


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'মমতা বন্দোপাধ্যায় যা বলার বলেছেন৷ শুভেন্দু অধিকারীর নাম করে বলছি প্রতারক, চোর, ব্ল্যাকমেলার। শুভেন্দু অধিকারী আয়করে কি দেখিয়েছে সেটা বড় কথা নয়। যা দেখাননি সেটা সুদীপ্ত সেন বলেছেন৷ যে অভিযোগ উঠেছে সেটা সত্য না মিথ্যা? এক্স হ্যান্ডেলে যা দিয়েছেন আর যা নিয়েছেন সেটা আলাদা৷'