ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) হাফ ম্যারাথনে তোরণ ভেঙে গিয়ে বিপত্তি। ঘটনায় আহত কলকাতা পুলিশের অ্যাডিশনাল CP। ইতিমধ্যেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চোট পেয়েছেন এক মহিলা প্রতিযোগীও। 


তোরণ ভেঙে আহত পুলিশকর্তা: রেড রোড থেকে শুরু হয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের DG রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেই অনুষ্ঠানেই হঠাৎই ভেঙে পড়ে তোরণ। দৌড় চলাকালীন রেড রোডের ওপর দমকা হাওয়ায় ওই তোরণ ভেঙে পড়ে যায় বলে খবর। দুর্ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ে এবিপি আনন্দের ক্যামেরায়। মাথায়, ঘাড়ে ও কোমরে চোট পান কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ওয়ান) মুরলীধর শর্মা। তাঁকে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। তবে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, সবাই সুস্থ আছেন। 


 



হাফ ম্যারাথনের আয়োজন: রবিবার সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারে তিনটি বিভাগে হাফ ম্যারাথনের আয়োজন করে কলকাতা পুলিশ। সকাল সাড়ে পাঁচটায় ২১ কিলোমিটার, ৬টায় ১০ কিলোমিটার ও সাড়ে ৮টায় শুরু হয় ৫ কিলোমিটারের ফান রান। ১০ কিলোমিটার দৌড়ে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দুটি সুষ্ঠুভাবে শেষ হলেও সাড়ে ৮টায় দৌড় শুরুর কয়েক মিনিটের মধ্যেই ঘটে বিপত্তি। রেড রোডে ফিনিশিং লাইনের কাছে আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়ে তোরণ। আর তাতেই ঘটে বিপত্তি। 


কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ২১ ও ৫ কিলোমিটার দৌড়ের আরও দুটি বিভাগ ছিল। পুলিশ সূত্রে খবর, ২৫ হাজার প্রতিযোগী অংশ নেন। রেড রোড থেকে শুরু হয় দৌড়। এজেসি বোস রোড, শেক্সপিয়র সরণি, মা উড়ালপুল-সহ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের রেড রোডেই দৌড় শেষ করেন প্রতিযোগীরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের DG রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও হাফ ম্যারাথনে অংশ নেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব, আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা সাহা, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ বিশিষ্টরা।                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Ram Mandir Inauguration: বেলা ১২টার পর রামলালার প্রাণপ্রতিষ্ঠা শুরু, একনজরে প্রধানমন্ত্রীর সফরসূচি