সন্দীপ সরকার, কলকাতা: উদ্বেগ বাড়িয়ে শ্বাসকষ্টজনিত অসুখ, অ্যাডিনো ভাইরাসে (Adeno Virus) বাড়ছে শিশু মৃত্যু (Child Death)। বেসরকারি মতে, চলতি বছরে এখনও পর্যন্ত ১৪৮জন শিশুর মৃত্যু। সরকারি মতে ১৯ জনের মৃত্যু, ১২ হাজার ৩৪৩জন হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে এবার শিশু মৃত্যুর কারণ খুঁজতে 'ডেথ অডিট' করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
জানান হয়েছে, করোনার মতোই শিশু মৃত্যুর দৈনিক বুলেটিন প্রকাশ করবে স্বাস্থ্যভবন। বেসরকারি হাসপাতালের জন্যেও প্রোটোকল তৈরির সিদ্ধান্ত সরকারের। অ্যাডিনো ভাইরাস টেস্টের খরচেও রাশ টানার ভাবনা স্বাস্থ্য দফতরের। কাল বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার। প্রোটোকল মানা হচ্ছে কিনা, তা নিয়মিত খতিয়ে দেখবে সরকারি দল । সিদ্ধান্ত শিশু মৃত্যু প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্সের ।
অন্যদিকে, এবার অ্যাডিনো-পরীক্ষার খরচে রাশ টানতে চলেছে সরকার। অ্যাডিনো সংক্রমণ, অ্য়াকিউট রেসপিরেটরি ইলনেসের ক্ষেত্রে করা হবে ডেথ অডিট। সোমবার ভার্চুয়াল বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল ৮ সদস্যর টাস্ক ফোর্স। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অ্য়াডভাইসি প্রোটোকল তৈরি করবে রাজ্য সরকার। কালই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক।
আরও পড়ুন, মাটি খুঁড়তেই বেরিয়ে এল বিষ্ণু মূর্তি! 'ভগবানের' দর্শন পেতে নদিয়ায় ছুটে আসছেন ভক্তরা
সোমবারের বৈঠকে, কোভিডের মতোই অ্যাডিনো ও শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যুর ক্ষেত্রে বুলেটিন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন, রাজ্যের তরফে প্রকাশ করা বুলেটিনে উল্লেখ করা হয়েছে, গত আড়াই মাসে রাজ্যে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৪৩ জন শিশু। ১৩ মার্চ পর্যন্ত, রাজ্যে ১৯জন শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৩ জনের গুরুতর কো-মর্বিডিটি ছিল।
সরকারের দাবি, দৈনিক হাসপাতালে নতুন ভর্তি হওয়ার সংখ্যা গত সপ্তাহের তুলনায় ৮০০ থেকে কমে ৬০০ হয়েছে। যদিও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত আড়াই মাসে ১৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্তই প্রাণ গেছে ৪ শিশুর। এদিকে, সরকারের নির্দেশে মঙ্গলবারই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য কমিশন।