রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। তা নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সামশেরগঞ্জের মহেশটোলায় ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্য় সরকারকে নিশানা করলেন অধীর চৌধুরী। ফোনে কথা বলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রীর সঙ্গে। পাল্টা জবাব দিয়েছে রাজ্য়ের শাসক দলও।


ফের শুরু গঙ্গা ভাঙন: ধসে গেছে গঙ্গার পাড়। ভেঙেছে নদী বাঁধ। তলিয়ে যাওয়ার মুখে গঙ্গা পাড়ের বাড়ি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহেশটোলা, প্রতাপগঞ্জ সহ বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে জমি-বাড়ি। ঘরছাড়া বহু পরিবার। ওই এলাকার এক বাসিন্দা পিঙ্কি সাহা বলেন, “ভয় লাগছে। ছেলে মেয়ে নিয়ে ঘুমোতে। ছেলে মেয়েও ভয় পাচ্ছে। তাও সাহস করে থাকছি। তাও ভয় লাগছে। যদি বালির বদলে পাথর দিয়ে জায়গাটা বাঁধিয়ে দেয়।’’                                 

ইতিমধ্যেই মহেশটোলায় ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মহেশটোলায় গঙ্গার পাড়ে সভাও করেন কংগ্রেসের লোকসভার দলনেতা। সভা থেকে ফোনে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়তের সঙ্গে কথা বলেন তিনি। অধীর চৌধুরীর কথায়, “বাংলার মুখ্যমন্ত্রী আজও সেই প্রকল্প পাঠাননি। আমি ২০২২ সালের নভেম্বর মাসে এখানে এসেছিলাম। তখনই আমি সব জমা করেছিলাম। এক বছর হয়ে গেল কোনও প্রকল্প পাঠায়নি। আমি তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলব যে আপনি সচেষ্ট হন। চিঠিও লিখব তাঁকে।’’                                       

পাল্টা সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “ইদানিং উনি একটা নাটক শুরু করেছেন। মিটিংয়ে গিয়ে ফোন করছেন কেন্দ্রীয় মন্ত্রীকে। যখন সংসদের অধিবেশন চলে, যখন উনি দিল্লিতে থাকেন তখন কী ওনার মুখ ফোটে না। তখন কী উনি এটা নিয়ে আলোচনা করতে পারেন না। এটা ভোটের রাজনীতি করার জন্য় উনি নেমেছেন। মানুষকে দেখাচ্ছেন উনি কতটা সক্রিয়। এই সক্রিয়তা সংসদে দেখালে খুশি হতাম। এটা ভোটের রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করছে। কাজ আমরা করছি।’’

আরও পড়ুন: Flat Corruption Case: ফ্ল্যাট বিক্রির নামে তোলা কোটি কোটি টাকা কোথায় গেল? রূপলেখাকে প্রশ্ন ইডির