Continues below advertisement

কলকাতা : সোমবার রাত থেকে কয়েকঘণ্টার প্রবল বৃষ্টিতে দিশেহারা কলকাতা। কলকাতা থেকে জেলা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুমিছিল। কিন্তু এর দায় কার? মুখ্যমন্ত্রী কার্যত দায় ঠেলেছেন সিইএসসি-র দিকে। যদিও সেই দায় নিতে নারাজ সিইএসসি। রাতভর বৃষ্টিতে কলকাতা স্তব্ধ হয়ে যাওয়ার জন্য় ডিভিসির দিকেও আঙুল তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অভিযোগ উড়িয়ে ডিভিসি সূত্রে দাবি করা হয়েছে, কলকাতার বৃষ্টির সঙ্গে DVC-র ছাড়া জলের কোনও সম্পর্ক নেই। এরই মধ্যে বিরোধীদের কটাক্ষ উড়ে এসেছে। এই জলাবদ্ধতার জন্য রাজ্য সরকার ও পুরসভার দিকে আঙুল তুলছেন বিরোধী নেতারা। 

কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী এদিন তীব্র সমালোচনা করলেন রাজ্য সরকারের। আঙুল তুললেন, প্রোমোটার রাজের দিকে। ফেসবুকে  অধীর  লিখলেন, 'কলকাতা জলের তলায়, প্রচুর বৃষ্টি হয়েছে, একদম ঠিক কথা, কিন্তু বৃষ্টি তো ভূমিকম্প নয় যে আগে থেকে জানত না সরকার ! আগে থেকে রেড অ্যালার্ট জারি করেনি কেন? খোলা ইলেক্ট্রিকের লাইন গুলো ঠিক করা যেত না?যথাযথ ব্যবস্থা নিলে তো মানুষগুলোর প্রাণ বাঁচানো যেত!  পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন ! মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রী এসব বাদ দিয়ে শুধু তবে উদ্বোধন মন্ত্রী লিখুন এবার থেকে। ভাঙা রাস্তা সারানোর কোনো ব্যবস্থা হয়েছে ? পুজোর সময়েও সর্বত্র রাস্তা ভাঙা, অ্যাক্সিডেন্ট বাড়ছে, আবর্জনার স্তূপ হয়ে আছে সারা শহর। কোনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই। বৃষ্টি যেমন একটা কারণ, তার চেয়েও অনেক বড় কারণ, খাল সংস্কারের নামে টাকা ঝেড়ে উল্টে খাল বোজানো , আর তাতে বেআইনি নির্মাণ করে টাকা কামানো , ভাগ যাচ্ছে কালীঘাটে 75-25, প্রোমোটারি রাজ, ড্রেন পরিষ্কার হয়না, জল যাবে কোথায় ? নয়নজোলি যা কিছু অবশিষ্ট সব বুজিয়ে প্রমোটারি, পুকুর গুলো তো সেই কবেই বুজে গেছে। দায় কার ? কে চালাচ্ছে সরকার? আজ টিভি তে আপনি ভালো মানুষ সাজছেন । আপনি জানতেন না কলকাতার রাস্তায় রাস্তায় খোলা ইলেক্ট্রিকের লাইন? আপনি ওপেন স্টেজ লাইভ ডিবেট করুন , চ্যালেঞ্জ করছি, আপনার গোটা সিস্টেম এর মুখোশ খুলে যাবে' ( অধীরের পোস্ট থেকে )

Continues below advertisement

অধীর বলেন, প্রোমোটার রাজের দৌড়াত্ম্যে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। কলকাতার মেয়র ফিরহাজ হাকিমকে কটাক্ষ করে অধীর বলেন, 'ওহে হাকিম ববি এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি' 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত্যুর ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে দুটি সংগঠন। চিঠিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আবেদন জানানো হয়েছে। অতীতেও প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও এখনও হুঁশ ফেরেনি পুরসভা - বিদ্যুৎ দফতরের। এমনই অভিযোগ জানিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আবেদন জানানো হয়েছে।